ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ পুলিশের পিঠা উৎসবে মিলনমেলা

প্রকাশিত: ০৫:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

মুন্সীগঞ্জ পুলিশের পিঠা উৎসবে মিলনমেলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ঃ ঋতুরাজ বসন্তের পয়লা দিনের রেশ কাটতে না কাটতেই ভালবাসা দিবস। মঙ্গলবার ছিলো উৎসবের ঘনঘটা। আর এখানে এই দুই উৎসবেরই কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ধলেশ্বরী তীরের মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স। বিশেষ সাঁজে সেজেছিল এই পুলিশ লাইন্স। রাতের আধারে নানা রঙের ঝিলিক ও ফুলের মেলায় বিশেষ পরিবেশ তৈরী করে। এরই মাঝে মানুষের মিলন মেলা ছিল আকর্ষনীয় ও নান্দনিক। ফুল দিয়ে বরণ আর সেই ফুলের সাথে মোমবাতির প্রজ্জ্বলন সবকিছুতেই যেন ছিল মমতা আর ভালবাসার ছাপ। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমএর নেতৃত্বে পুলিশ সদস্যদের আতিথিয়তা ছিল অকৃত্রিম। মুন্সীগঞ্জ পুলিশের আয়োজনে পিঠা উৎসে সুর আর ছন্দে ভিন্ন মাত্রা যুক্ত করে উপস্থিত দর্শকদের বিমোহিত করে অথিতিদের কৌতুক, আবৃত্তি ও গান। প্রথমে মঞ্চ মাতান জেলা প্রশাসক সায়লা ফারজানা। এর পর মঞ্চে এসেই চমকে দেন মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) খন্দকার ফিরোজ। আর মঞ্চে এসে ভিন্ন মাত্রা যুক্ত করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরুল আলম ভূইয়া । সবশেষে কবিতা আবৃত্তি করে তাক লাগিয়ে দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের পতœী মৌসুমী ওয়াদুদ সঙ্গীত পরিবেশন করে প্রসংশিত হন। এর আগে অনুষ্ঠানে প্রথমেই শুভেচ্ছা বিনমিয় করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য । শুভেচ্ছা বিনিময় করেন সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান। আর আয়োজনটিতে সঙ্গীত পরিবেশন করেন বাউল স¤্রাট আলম দেওয়ানসহ গুনী শিল্পীরা। আয়োজনটিতে নানা শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহন ছিল বিশেষ লক্ষ্যনীয়। সব মিলিয়ে অন্যরকম একটি সময় উপভোগ করে উপস্থিত দর্শক শ্রোতারা।
×