ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাজমুল আহসান ও নীলু আহসানের মিউজিক ভিডিওর প্রকাশনা

প্রকাশিত: ০৫:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

নাজমুল আহসান ও নীলু আহসানের মিউজিক ভিডিওর প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী নাজমুল আহসান। সম্প্রতি তার গাওয়া ‘বৃষ্টি ভেজা ঐ সন্ধ্যা বেলা’ শিরোনামের মিউজিক ভিডিওটি পহেলা ফাল্গুনে ইউটিউবে প্রকাশ হয়েছে। গানের কথা লিখেছেন আরেক নন্দিত শিল্পী ও গীতিকবি নীলু আহসান। সুর ও সঙ্গীত পরিচালনায় ছিলেন আহমেদ ফরিদ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জিনিয়া জামান। মিউজিক ভিডিওতে শিল্পী নাজমুল আহসানের সঙ্গে পারফর্ম করেছেন অথৈ। ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন আনু। ভিডিওটি মানিকগঞ্জের বালিহাটি জমিদারবাড়িতে চিত্রায়িত হয়েছে। পহেলা ফাল্গুন থেকে দর্শকরা গানটির ভিডিও ইউটিউবে দেখতে পাচ্ছেন। এদিকে ভালবাসা দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশ হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলু আহসানের মিউজিক ভিডিও ‘মন তোমাকে চেনে’। ভিডিওর গানটি লিখেছেন শিল্পী নীলু আহসান নিজেই। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ফরিদ। জিনিয়া জামানের পরিচালনায় মিউজিক ভিডিওতে শিল্পী নীলু আহসানের সঙ্গে পারফর্ম করেন মডেল শিশির আহমেদ। চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন আনু। মিউজিক ভিডিওটি কক্সবাজার সমুদ্র সৈকতে চিত্রায়িত হয়েছে। নতুন দুটি মিউজিক ভিডিও প্রযোজনা করেছে আনন মিডিয়া। এদিকে মিউজিক ভিডিও রিলিজ উপলক্ষে ধানম-ির রাপা প্লাজার এক রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেনÑ শিল্পী নাজমুল আহসান, নীলু আহসান, সঙ্গীত পরিচালক আহমেদ ফরিদ, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন আনু, মডেল শিশির আহমেদ, আরশী অথৈ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করে মিউজিক ভিডিওর পরিচালক জিনিয়া জামান।প্রসঙ্গত, শিল্পী নীলু আহসানের সাতটি গানের মিউজিক ভিডিও ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। গানগুলো হলোÑ ‘এক মুঠো স্বপ্ন’ (কথা-নীলু আহসান, মিউজিক আহমেদ ফরিদ), ‘সন্ধ্যা এলো’ (কথা ও সুর : রেইন, মিউজিক আহমেদ ফরিদ), ‘চোখেতে চোখেতে’ (কথা ও সুর : প্রসেনজিৎ), ‘কিছুটা কথা বলো না’ (কথা : নীলু আহসান, মিউজিক : আহমেদ ফরিদ), ‘ঐ মধু চাঁদ’, ‘তুমি চেয়েছিলে ওগো জানতে’ এবং ‘আয়রে মেঘ আয়রে’ প্রভৃতি। পুরনো দিনের বেশকিছু গানের রিমিক্সে গেয়েছেন শিল্পী নীলু আহসান। ক্যামেরায় ছিলেন সুমন হোসেন এবং আনোয়ার হোসেন আনু। সঙ্গীত পরিচালনায় সুমন আহমেদ ও জিনিয়া জামান। গানগুলো ঢাকা ও ঢাকার বাইরে চিত্রায়িত হয়েছে।
×