ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিয়ের গাউন বলে কথা

প্রকাশিত: ০৫:২১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

বিয়ের গাউন বলে কথা

বিয়ের গাউন বলে কথা। বিয়ের গাউন চুরিতে দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করতেই তা ফিরে পেলেন এক নারী। গাউনটির বয়স দেড় শ’ বছর। স্কটল্যান্ডের ২৯ বছর বয়সী নাগরিক তেস নিউয়ালি সম্প্রতি তার দাদির গাউন পরে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই এটি চুরি যায়। খবরে বলা হয়েছে, সাদা রঙের এই গাউন এক বেরসিক চোরের হাতে পড়ে। ওই চোর এটি একটি লন্ড্রির দোকানে বেচে দেন। ওই দোকানি গাউনটি ধুয়েমুছে অপর একজনের কাছে বিক্রি করেন। পরে তেস নিউয়ালি গাউনটির হদিস না পেয়ে বার বার সোশস্যাল সাইটে পোস্ট করতে থাকেন। সঙ্গে একটি ছবিও জুড়ে দেন। ছবিটি ওই ক্রেতার নজরে আসে। পরে ওই ক্রেতা এটি ফিরিয়ে দেয়ার জন্য তেস নিউয়ালির সঙ্গে যোগাযোগ করেন। এটি ফিরে পেয়ে উচ্ছ্বসিত তেস নিউয়ালি বলেন, এটি আমাদের পারিবারিক ঐতিহ্য। আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই। -বিবিসি অবলম্বনে
×