ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুঙ্গিপাড়া পৌর মেয়র লাঞ্ছিত, হামলা ভাংচুর

প্রকাশিত: ০৫:২০, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

টুঙ্গিপাড়া পৌর মেয়র লাঞ্ছিত, হামলা ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ॥ টুঙ্গিপাড়া পৌর-মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জাকে লাঞ্ছিত করার ঘটনায় সদর উপজেলার ঘোনাপাড়ায় ব্যাপক হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এসব ঘটনা ঘটে। মেয়রের ব্যক্তিগত সহকারী শেখ মনিরুজ্জামান ওরফে বাদল জানিয়েছেন, বুধবার বিকেল সোয়া ৪টার দিকে পৌর-মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা তার গাড়িতে করে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে একটি থ্রি-হুইলার (মাহেন্দ্র) পেছন থেকে মেয়রের গাড়িতে ধাক্কা দেয়। এ সময় মেয়রের ড্রাইভার গাড়ি থেকে নেমে মাহেন্দ্র-ড্রাইভারসহ স্থানীয় আরও দু’এক জনের সঙ্গে বাক-বিত-ায় জড়িয়ে পড়ে। এরপর মেয়রের ছেলে শেখ মাইদুর রহমান (সুমন) গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করতে গেলে পাপ্পু নামে স্থানীয় এক যুবক তাকে অপমান করে। পরে মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা গাড়ি থেকে নেমে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আলীম নামে এক ব্যক্তি মেয়রের মুখম-লে ঘুষি মেরে আহত করে। পরে তিনি সেখান থেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে যান এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে টুঙ্গিপাড়ায় বাড়িতে ফিরে যান। এদিকে, এ খবর পেয়ে মেয়রের সমর্থকরা এক হয়ে টুঙ্গিপাড়া থেকে ঘোনাপাড়ায় এসে জড়ো হয় এবং ইট-পাটকেল নিক্ষেপসহ ঘোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন দোকানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের পুলিশ গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এএসপি (সার্কেল) আমীনুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সালাউদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
×