ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মামলার তদন্তে বড় অগ্রগতি হবে বলে আশা পুলিশের

এসপিপত্নী মিতুর সিম ভোলার রিক্সাচালকের কাছ থেকে উদ্ধার

প্রকাশিত: ০৫:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

এসপিপত্নী মিতুর সিম ভোলার রিক্সাচালকের কাছ থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নৃশংস হত্যার শিকার সাবেক এসপি বাবুল আক্তারপত্নী মাহমুদা খানম মিতুর ব্যবহৃত সিমটি অবশেষে উদ্ধার করা হয়েছে। সচল সিমটি মঙ্গলবার উদ্ধার করা হয় ভোলার লালমোহন উপজেলার চরাঞ্চলের এক বাসিন্দার কাছ থেকে। নিম্ন আয়ের এ লোক এটি ব্যবহার করছিলেন। সিম উদ্ধারের পর এখন মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি সাধিত হবে বলে আশা করছে পুলিশ। সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যার পর খুনীরা তার মোবাইল ফোনটি নিয়ে গিয়েছিল। এ মোবাইলে এসেছিল স্কুলের সময় এক ঘণ্টা এগিয়ে দেয়ার খবরটি। মামলার তদন্তে এই সিম কার্ড বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা। তদন্ত কর্মকর্তার আহ্বানে চট্টগ্রামে এসে বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেন এবং শাশুড়ি শাহেদা মোশারফ তদন্ত কর্মকর্তার জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, তারা মিতুর ব্যবহৃত ওই সিমে ফোন করে কথা বলেছিলেন। সিমটি এক রিক্সাচালক ব্যবহার করছেন। উদ্ধারের পর এর সত্যতা মিলেছে। মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোঃ কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সিমটি যিনি ব্যবহার করছিলেন তিনি চট্টগ্রাম শহরে রিক্সা চালাতেন। বাবুল আক্তারের স্ত্রী যখন খুন হন তখন এ ব্যক্তি চট্টগ্রামেই ছিলেন। নগরীর বাকলিয়া এলাকায় রিক্সা চালানোর সময় সিমটি তিনি কুড়িয়ে পান এবং ব্যবহার করতে শুরু করেন। এ সিম কার তা তিনি জানেন না। তিনি এর মাধ্যমে বিভিন্নজনের সঙ্গে কথা বলেছেন। কার কার সঙ্গে কথা হয়েছে তাও জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত টিম জেনে নিয়েছে। এ ব্যক্তির কাছ থেকে হত্যার বিষয়ে কোন তথ্য মেলেনি। তবে মামলার তদন্তে এটি সহায়ক হতে পারে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মিতুর সিম ব্যবহারকারী এ ব্যক্তি চট্টগ্রাম শহরে রিক্সা চালাতেন। নি¤œ আয়ের এ মানুষটি ধারদেনায় জড়িয়ে যাওয়ায় একপর্যায়ে চট্টগ্রাম ছেড়ে তার নিজ জেলা ভোলার লালমোহন উপজেলায় চলে যান। ফোন ট্র্যাকিং করে তার কাছ থেকে সিমটি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ জুন সকালে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় নৃশংসভাবে খুন হন পুলিশের তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। তিনি তার সন্তানকে স্কুলবাসে তুলে দেয়ার জন্য বাসা থেকে বের হয়ে হত্যাকা-ের শিকার হন।
×