ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাসা থেকে ধরে নিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় ওসি এসআই ও ছয় পুলিশের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:১০, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ওসি এসআই ও ছয় পুলিশের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শহরে এক যুবককে বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৬ কনস্টেবল এবং ২ সোর্সের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত পিবিআইকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। নিহত আল আমিনের মা নেছা বেগম গত ১৩ ফেব্রুয়ারি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, এসআই মোঃ আশরাফ, পুলিশের সোর্স খোকন ও সুমনকে হত্যার আসামি করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি শহরের কান্দিপাড়ার বাসিন্দা আল-আমিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহতের বুকে একাধিক গুলির ক্ষত ছিল। পুলিশ জানায়, মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে আল-আমিন নিহত হয়। কিন্তু নিহতের স্ত্রী ও মাসহ পরিবারের সদস্যদের দাবি সাদা পোশাকধারী পুলিশ প্রকাশ্যে তাকে বাসা থেকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে তার গুলিবিদ্ধ লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাওয়া যায়।
×