ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে রেকর্ড গড়ল ভারত

প্রকাশিত: ০৫:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে রেকর্ড গড়ল ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করে রেকর্ড গড়ল ভারত। পেছনে ফেলল রাশিয়াকে। এর আগে ২০১৪ সালে একসঙ্গে ৩৭টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের রেকর্ড ছিল রাশিয়ার দখলে। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন থেকে ইসরো’র পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি সি-৩৭ যাত্রা শুরু করে। পিএসএলভি সি-৩৭ নামের এই মহাকাশ যান মোট ১০৪টি কৃত্রিম উপগ্রহ বহন করে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫শ’ কিলোমিটার ওপরে বিশেষ কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহগুলো স্থাপিত হবে। প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ও চীনের ওপর নজরদারি ও দেশ দুটির কার্যকলাপ পর্যবেক্ষণ করতে এগুলো ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি, এএফপি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। এই ১০৪টি কৃত্রিম উপগ্রহের মধ্যে ৩টি তৈরি করেছে ভারত। আর বাকিগুলো অন্য দেশের। এরমধ্যে ৮৮টি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। অপর ১৩টি কাজাকস্তান, ইসরাইল, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আবর আমিরাতের তৈরি। এসব গ্রহের মধ্যে ভারতের একটি কার্টোগ্রাফিক উপগ্রহ রয়েছে, যাতে উচ্চ রেজ্যুলেশনের ছবি তোলার ব্যবস্থা আছে। বুধবার সফলভাবে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পর ভারতের বিভিন্ন মহল উচ্ছ্বাস প্রকাশ করেছে। দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি টুইট করে এই উচ্ছ্বাস প্রকাশ করেন। ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও।
×