ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিক্ষুককে সহায়তা

প্রকাশিত: ০৪:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ভিক্ষুককে সহায়তা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘দাদির ভিক্ষার টাকায় চলে দুই নাতির লেখাপড়া’ শিরোনামে ১০ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে সচিত্র সংবাদ প্রকাশের পর ডিসির নির্দেশে গৌরনদীর অসহায় ভিক্ষুক বৃদ্ধা সালেহা বেগমকে (৭৫) গৃহনির্মাণের জন্য টিন ও অর্থ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার। বুধবার সকালে ইউএনও মোঃ মাহবুব আলম উপজেলার দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের একটি তুলার মিলে আশ্রয় নেয়া সালেহা ও তার মানসিক ভারসাম্যহীন কন্যা এবং নাতিদের পাশে গিয়ে দাঁড়ান। তিনি (ইউএনও) স্বচক্ষে বৃদ্ধা সালেহা বেগমের করুণ দৃশ্য দেখে হতবাক হন। পরবর্তী সময়ে নির্বাহী কর্মকর্তা বৃদ্ধা সালেহা বেগম ও তার দুই নাতি সাজ্জাত ও সাব্বিরকে তার গাড়িতে তুলে নিয়ে আসেন কার্যালয়ে। নওগাঁয় চক্ষুক্যাম্প নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ ফেব্রুয়ারি ॥ মহাদেবপুরের চেরাগপুর ইউনিয়নে সমৃদ্ধি কার্যক্রমের স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় মৌসুমি উপকারভোগীদের চোখের ছানি মুক্তকরণের লক্ষ্যে ধনজইল উচ্চ বিদ্যালয়ে বিশেষ চক্ষুক্যাম্পের আয়োজন করা হয়। বুধবার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহায়তায় ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চেরাগপুর ইউনিয়নের উপকারভোগীদের চক্ষুক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করা হয়। ক্যাম্পে প্রায় ১৭০ জন উপকারভোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্য থেকে ২০ জনকে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহায়তায় বৃহস্পতিবার বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।
×