ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে রেললাইন দাবি

প্রকাশিত: ০৪:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ঝিনাইদহে রেললাইন দাবি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৫ ফেব্রুয়ারি ॥ রেললাইনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে, নাগরিক কমিটির আহ্বায়ক আমির হোসেন মালিতাসহ ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা, পদ্মা সেতুর রেললাইনের সঙ্গে ঝিনাইদহ সংযোগ দেয়ার জন্য যশোর থেকে ঝিনাইদহ হয়ে মাগুরা পর্যন্ত রেললাইনের দাবি জানান। বক্তারা বলেন, ব্রিটিশ আমলে ঝিনাইদহে রেললাইন চালু ছিল। ভারত বিভাগের পর স্বার্থান্বেষী মহলের কারণে তা বন্ধ হয়ে যায়। যে কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা স্থাপনে ঝিনাইদহ পিছিয়ে পড়েছে। ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই রেললাইন।
×