ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ২৫

প্রকাশিত: ০৪:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

রূপগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১৫ ফেব্রুয়ারি ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপ-পুলিশ ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ফাঁকা গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা। এদিকে পুলিশের ওপর হামলা ও আহতের অভিযোগ এনে উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ বাদী হয়ে ৬৮ জনকে নামীয় ও অজ্ঞাতদের থেকে ২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বালুর ব্যবসা থেকে শুরু করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আওয়ামী লীগ নেত্রী বিউটি আক্তার কুট্রির সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের বিরোধ চলে আসছে। প্রায় সময়ই তাদের দু’পক্ষের মাঝে সংঘর্ষ ও বাগ্বিত-ার ঘটনা ঘটে থাকে। মঙ্গলবার সন্ধ্যায় বিউটি আক্তার কুট্রির নেতৃত্বে তার লোকজন ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বজলুর রহমান ও শফিকুল ইসলাম জায়েদের নেতৃত্বে তাদের লোকজনও পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
×