ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলদস্যুদের হামলায় ৭ জেলে আহত ॥ নিখোঁজ তিন

প্রকাশিত: ০৪:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

জলদস্যুদের হামলায় ৭ জেলে আহত ॥ নিখোঁজ তিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ পয়েন্ট বরাবর বঙ্গোপসাগরে পাঁচটি ট্রলারে লুটতরাজ চালিয়েছে জলদস্যুরা। সশস্ত্র জলদস্যুদের হামলায় ৭ জেলে আহত ও ৩ জেলে নিখোঁজ হয়। নিখোঁজ জেলেরা হচ্ছেÑ টেকনাফ শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ার আমিন উল্লাহ মাঝি, ডেইলপাড়ার মোহাম্মদ কাসেম ও বাজারপাড়ার মোহাম্মদ নুর। বুধবার ভোর রাতে বঙ্গোপসাগরের ১২ ন্যাটিক্যাল মাইল এলাকায় এ ঘটনা ঘটে। জলদস্যুদের কবল থেকে ফিরে আসা দুদু মিয়া মাঝি জানান, তাদের ট্রলারসহ ৫টি ট্র্রলার বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। গভীর রাতে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল পর্যায়ক্রমে ৫টি ট্রলারে মাঝি-মাল্লাদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। পরে সুলতান আহমদের ট্রলারে থাকা ১০ মাঝি-মাল্লাকে সাগরে ফেলে দিয়ে ট্রলার ও মালামাল লুট করে পালিয়ে যায়। ফিরে আসার প্রাক্কালে শুক্কুর কোম্পানির ট্রলারের লোকজন সাগরে ভাসমান ওসব মাঝি-মাল্লাকে উদ্ধার করে কূল ধরিয়ে দেয়।
×