ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদ্যুত বিভাগের দুর্নীতি ॥ প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

বিদ্যুত বিভাগের দুর্নীতি ॥ প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ ফেব্রুয়ারি ॥ বিদ্যুত বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতি বন্ধ, মিটার ছাড়া সেচ পাম্পের বিল বাতিল, তদন্ত রিপোর্ট ও গ্রাহকের সঙ্গে চুক্তি বাস্তবায়ন, মিথ্যাবাদী নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারসহ গ্রাহক ও সেচ মালিকদের ১৩ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিদ্যুত গ্রাহক ও সেচ মটর মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, এম. মতিন মোল্লা, বিদ্যুত গ্রাহক ও সেচ মটর মালিক সমিতির উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, আলমগীর হোসেন, জাকারিয়া হাসান সুমন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান, মজিবুর রহমান, আব্দুর রহিম, মাহবুবার রহমান সুমন, আসাদুজ্জামান, আবুল কালাম প্রমুখ।
×