ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের হয়রানি করছে সিন্ডিকেট

প্রকাশিত: ০৪:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের হয়রানি করছে সিন্ডিকেট

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ॥ সোনারগাঁয়ের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যাচাই-বাছাইয়ের নামে টাকা দাবি ও হয়রানি বন্ধসহ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর বরাবরে আবেদন করেছে প্রকৃত মুক্তিযোদ্ধারা। গত ৮ ফেব্রুয়ারি ৬৬ মুক্তিযোদ্ধা (যাদের লাল মুক্তিবার্তায় নাম আছে) আরেক মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। অভিযোগের কপি মঙ্গলবার রাতে সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়। মুক্তিযোদ্ধারা লিখিত অভিযোগে জানান, বিতর্কিত মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও লোকজন মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের নামে মোটা অঙ্কের টাকা দাবি করছে। যারা টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে তাদের নাম মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে বাদ পড়বে বলে রটিয়ে বেড়াচ্ছে। এছাড়াও আলতাফ হোসেন ও লোকজন বিভিন্ন সময় সুবিধা আদায় করতে না পেরে মুক্তিযোদ্ধাদের নামে মন্ত্রণালয়, জামুকা, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন স্থানে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে নানাভাবে হয়রানি করছে বলেও অভিযোগ করা হয়েছে। আলতাফ হোসেন ও তার লোকজন সুবিধা আদায় করতে না পেয়ে ২০১৪ সালের ২৭ অক্টোবরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ঢালাওভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দেয়। স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ওসমান গণি প্যানেলের সঙ্গে আলতাফ গংরা পরাজিত হয়ে বিজয়ী প্রার্থী প্যানেলের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এসব কর্মকা- চালায়। লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধারা দাবি করেন, আলতাফ হোসেন দেশ স্বাধীন হওয়ার কয়েক দিন পূর্বে এলাকায় এসে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। তখনও মুক্তিযোদ্ধাদের সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করেছেন। আলতাফ হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মাস্টারকে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে। স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী আলতাফ হোসেনের নেতৃত্বে সিন্ডিকেট চক্র রয়েছে। এতে সোনারগাঁও থানা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
×