ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ায় অগ্নিদগ্ধ বউ-শাশুড়ির মৃত্যু

প্রকাশিত: ০৪:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

রাঙ্গুনিয়ায় অগ্নিদগ্ধ বউ-শাশুড়ির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম), ১৫ ফেব্রুয়ারি ॥ গত মঙ্গলবার গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের পশ্চিম বড়ুয়াপাড়ায় শিক্ষক কল্যাণ মিত্র বড়ুয়ার বাড়িতে অগ্নিকা-ে তার বৃদ্ধ মা উষা রানী বড়ুয়া (৯০) ও ছোট ভাই ব্যাংকার অজয় বড়ুয়ার স্ত্রী শান্তা বড়ুয়া (৩৫) অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এছাড়া বাড়ির ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। রাঙ্গুনিয়া পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, মঙ্গলবার উষা রানী বড়ুয়া প্রতিদিনের মতো রাতের খাওয়া-দাওয়া সেরে মাটির পাত্রে আগুন জ্বেলে কিছুক্ষণ আগুনের তাপ গ্রহণ করে বারান্দায় নিজ বিছানায় শুয়ে পড়ে। বৃদ্ধার পুত্রবধূ শান্তা বড়ুয়া ভেতরের কক্ষে শুয়েছিল। এ সময় বাড়িতে কোন পুরুষ সদস্য ছিল না। রাত আনুমানিক ২টায় আগুনের পাত্রটির আগুনের শিখা বেড়ে গিয়ে পাশের রক্ষিত গ্যাসের চুলা ষ্পর্শ করে। গ্যাস না নেভানোর ফলে চুলাতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন সম্পূর্ণ ঘরে ছেয়ে যায়। তাদের চিৎকারে পাড়া প্রতিবেশীরা এগিয়ে এলেও আগুনের পাশে কেউ ঘেঁষতে পারেনি। কিছুক্ষণ পরেই বৃদ্ধা ও তার পুত্রবধূ বাড়ির ছাদসহ টিন চাপা পড়ে যার যার রুমেই আগুনে ঝলসে যায়। সকালে আগুন নেভানো সম্ভব হলেও অগ্নিদ্বগ্ধ শাশুড়ি ও পুত্রবধূর ঝলসানো দেহাবশেষ আলাদা করে তোলা সম্ভব হয়নি।
×