ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশিত: ০৪:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ॥ বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ মৌলভীবাজার শাখার উদ্যোগে ও শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের ব্যবস্থাপনায় মাধবপুরে অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নোয়াপাড়া হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে চক্ষু চিকিৎসা সেবা উপলক্ষে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সায়হাম গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ মোঃ সেলিম। বিশেষ অতিথি ছিলেন সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ সাফকাত। চক্ষু চিকিৎসক আব্দুল মন্নান জানান, প্রথম দিনে ৬ জনের চিকিৎসক দল ২ হাজার ১শ’ ৪০ চক্ষু রোগীকে চিকিৎসা দিয়ে ওষুধ দিয়েছে। কমিউনিটি ক্লিনিক উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের আরও একটি নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। বুধবার দুপুর ১২টায় ওই ইউনিয়নের আরাজি চড়াইখোলা নামকস্থানে আব্দুল হাকিম সরকারের নামে ওই কমিউনিটি ক্লিনিকর ভবন উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ সিভিল সার্জন ডাঃ আব্দুল রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ স¤পাদক মমতাজুল হক প্রমুখ।
×