ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাজী আরেফ হত্যার ১৮তম বার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

কাজী আরেফ হত্যার ১৮তম বার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৫ ফেব্রুয়ারি ॥ বেদনা বিধুর ১৬ ফেব্রুয়ারি। এদেশের ইতিহাসের একটি কালো দিন। আজকের এই দিনে জাতীয় পতাকার রূপকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। বৃহস্পতিবার তার ১৮তম বার্ষিকী। হত্যাকা-ের ১৬ বছর পর ২০১৬ সালের ৭ জানুয়ারি তিন ঘাতকের ফাঁসি কার্যকর হওয়ায় নিহতের পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তাদের দাবি এ হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীরা আজও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। একই সঙ্গে ফাঁসির আরও পাঁচ আসামি এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও হতাশা দানা বেঁধেছে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে। সেই সঙ্গে তারা শঙ্কাও প্রকাশ করেছে।
×