ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়ান ভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

এশিয়ান ভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা

এশিয়ান ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব ১২ ফেব্রুয়ারি আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন এইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. জাফার সাদেক। দুই ফাইনালিস্ট ব্যবসায় প্রশাসন এবং ইংরেজী বিভাগ চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এইউডিসি সভাপতি সাইদুল ইসলাম রানার নেতৃত্বাধীন ব্যবসায় প্রশাসন বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। -বিজ্ঞপ্তি বিইউপির চুক্তি স্বাক্ষর ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ বিইউপির উপাচার্য মেজর জেনারেল সালাহ্ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে মঞ্জুরি কমিশনের সচিব ডঃ মোহাম্মদ খালেদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রফেসর আব্দুল মান্নান। -বিজ্ঞপ্তি
×