ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নে মনিটরিং সেল গঠনে গুরুত্বারোপ

প্রকাশিত: ০৪:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নে মনিটরিং সেল গঠনে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৫২ বছরের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনবিষয়ক জটিলতা নিরসনে এবং মাঠপর্যায়ে আইন বাস্তবায়নে দীর্ঘসূত্রতার অবসান কল্পে জেলা ও জাতীয় পর্যায়ে সরকারী-বেসরকারী প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। তারা আরও বলেন, এ আইন বাস্তবায়নের প্রক্রিয়া যেন সাপ-লুডু খেলায় পরিণত হয়েছে। আইন বাস্তবায়নে প্রগতিশীল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের কোন বিকল্প নেই। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের ৯টি ভূমি ও মানবাধিকার সংস্থার আয়োজনে জাতীয় সংলাপে তারা এসব কথা বলেন। মানবাধিকার নেত্রী সুলতানা কামালের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বেসরকারী বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সহ-সভাপতি এ্যাডভোকেট তবারক হোসেইন, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপদেষ্টা কাজল দেবনাথ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স। রাশেদ খান মেনন বলেন, বিদ্যমান বাস্তবতায় শুধু সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে লড়াই করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন প্রক্রিয়ার জটিলতা নিরসনে উদ্যোগ নিতে হবে। এ জন্য জেলা ও জাতীয় পর্যায়ে মনিটরিং সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বীরেন শিকদার তার বক্তব্যে ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন করা হলে সরকারের মৌলিক অধিকার কীভাবে ক্ষুণœ হয়, সে প্রশ্ন উত্থাপন করে বলেন, আইনমন্ত্রীর অনুশাসন মোটেই সমীচীন হয়নি। বিশেষ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বিশেষ গুরুত্বের সঙ্গেই নেয়া উচিত। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং তার সদিচ্ছার কোন কমতি নেই। কিন্তু কেন এই আইন বাস্তবায়নে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে তা খতিয়ে দেখার প্রয়োজন। তবে এটা ঠিক যে, একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার যেখানে বিদ্যমান সেখানে আমলাতান্ত্রিক মনোভাব কাজ করতে পারে না এবং পারবে না।
×