ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে নির্মিতব্য বঙ্গবন্ধু নভো থিয়েটারের নক্সা অনুমোদন

প্রকাশিত: ০৪:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

রাজশাহীতে নির্মিতব্য বঙ্গবন্ধু নভো থিয়েটারের নক্সা অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারের স্থাপত্য নক্সা ও মডেলের অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বুধবার সকালে রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনুমোদন দেয়া হয়। খবর বাসস’র। রাজশাহীতে এই নভো থিয়েটার নির্মাণের অনুমোদন দেয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নক্সার বিষয়ে কিছু পরামর্শ দেন। এর আগে বাংলাদেশ স্থাপত্য পরিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এ স্থাপত্য নক্সা ও মডেল উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রীর সামনে ঢাকার আজিমপুর গার্লস স্কুল ও কলেজের প্রস্তাবিত ১০ তলাবিশিষ্ট একাডেমিক কাম প্রশাসনিক ভবনের স্থাপত্য নক্সাও উপস্থাপন করা হয়। বাংলাদেশ স্থাপত্য পরিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এই স্থাপত্য নক্সা উপস্থাপন করেন এবং প্রধানমন্ত্রীকে এই ভবনের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে দুর্বৃত্তদের উৎপাত স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে দুর্বৃত্তদের উৎপাতে যাত্রীরা অতীষ্ঠ। প্রায় প্রতিদিনই যাত্রী হয়রানির পাশাপাশি ছিনতাই, ব্যাগ চুরি ও টয়লেট ব্যবহারের অজুহাতে জোরপূর্বক টাকা আদায়ের মতো অভিযোগ মিলছে। কয়েকটি খাবার দোকানের সামনে কৃত্রিম জটলা সৃষ্টি করে যাত্রীদের মাল চুরি করা হয়। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ রহস্যজনকভাবে উদাসীন। গত সপ্তাহে এ ধরনের অন্তত একডজন অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে ছয় যাত্রীর অভিযোগ, টয়লেট ব্যবহারের সময় তাদের অতিরিক্ত টাকা না দেয়ায় অপদস্ত করা হয়। দুজনের অভিযোগ- টিকেট কাউন্টার থেকে প্লাটফর্মে প্রবেশ করার সময় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানের সামনে কৃত্রিম জটলা তৈরি করে তাদের মানিব্যাগ হাতিয়ে নেয়া হয়। সাহেদা নামে ত্রিশোর্ধ এক যাত্রী জানান, স্টেশনের আন্তঃনগর টিকেট কাউন্টারের পাশে থাকা গণশৌচাগারে তিনি প্রাকৃতিক কাজ সারার জন্য ভেতরে প্রবেশ করেন। বের হবার পর তাকে অশ্রাব্য ভাষায় বলা হয়, মহিলাদের রেট যথাক্রমে ১০ ও ১৫ টাকা।
×