ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড. আবুল কালাম আজাদ

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক

প্রকাশিত: ০৪:০২, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এর মহাব্যবস্থাপক ড. আবুল কালাম আজাদ পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার তিনি এ পদে পদোন্নতি পান। ড. আবুল কালাম আজাদ ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ, সচিব বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ ও ২ এ মহাব্যবসহাপক পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও মাষ্টার্স ডিগ্রী, যুক্তরাজ্যের গ্ল্যাসগো বিশ্ববিদ্যালয় হতে ইন্টারন্যাশনাল ফিন্যান্স বিষয়ে এমফিল ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচিড ডিগ্রী অর্জন করেন। অগ্রণী ব্যাংকের গফরগাঁও শাখায় গ্রাহক সমাবেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ অগ্রণী ব্যাংকের গফরগাঁও শাখা ও ট্রান্সফাস্ট মানি ট্রান্সফারের যৌথ উদ্যোগে বুধবার শাখা প্রাঙ্গণে রেমিটেন্স গ্রাহকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গফরগাঁও শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার ট্রান্সফাস্ট মানি ট্রান্সফারের ব্যবসা উন্নয়ন নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ব্যাংকের ময়মনসিংহ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার খোরশেদ আলম।
×