ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেরা করদাতার স্বীকৃতি পেলেন আফজাল, সুবর্ণা

প্রকাশিত: ০৪:০০, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

সেরা করদাতার স্বীকৃতি পেলেন আফজাল, সুবর্ণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সেরা করদাতার স্বীকৃতি হিসেবে ট্যাক্স কার্ড পেয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা এবং অভিনেতা আফজাল হোসেন। বুধবার অভিনেতা/ অভিনেত্রী ক্যাটাগরিতে এই ট্যাক্স কার্ড পেয়েছেন তারা। গত ২৪ নবেম্বর ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ট্যাক্স কার্ড ঘোষণা করা হয়। ওইদিন ১৩৬ ব্যক্তি প্রতিষ্ঠানকে এ কার্ড দেয়া হয়। বাকি ৫ জনকে ট্যাক্স কার্ড দেয়া হয়েছে বুধবার। ৫ জনের মধ্যে বাকি ৩ জন হলেনÑ ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং নিয়াজ মোহাম্মদ। অনুষ্ঠানে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা বলেন, এনবিআরের এই ধরনের পদক্ষেপ কর প্রদানে সব শ্রেণী পেশার মানুষকে উৎসাহিত করবে। আজ আমার সবচেয়ে আনন্দ হচ্ছে, সেরা করদাতার স্বীকৃতি হিসেবে কার্ড প্রদান করা হলো। যা জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ব্যক্তি পর্যায়ে ট্যাক্সের স্তরকে আরও সহজভাবে উপস্থাপনের কথা বলেন। অনুষ্ঠানে ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, কর দেয়াটা যে সহজলভ্য তা তুলে ধরার জন্য এনবিআর কাজ করছে। সেরা করদাতার ট্যাক্স কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে বর্তমানে ব্যক্তি পর্যায়ের করের স্তরকে আরও সহজ করার অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ব্যক্তি করের স্তর সহজ করলে কর প্রদানের হার বাড়বে। মানুষের মাঝে বেশি বেশি কর দেয়ার সচেতনতা তৈরি হবে বলেন মনে করেন তিনি। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×