ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেঘনা পেট্রোলিয়ামের এজিএম ২৫ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

মেঘনা পেট্রোলিয়ামের এজিএম ২৫ ফেব্রুয়ারি

লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের পাশে একটি হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। সভার রেকর্ড ডেট ছিল ২২ ডিসেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের বছরের ধারাবাহিকতায় ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ। এ সময় কোম্পানিটির মুনাফা কিছুটা কমেছে। এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ১০ টাকা ১২ পয়সা ইপিএস দেখিয়েছে মেঘনা পেট্রোলিয়াম, এক বছর আগে একই সময়ে যা ছিল ৮ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ২৩ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার মেয়েকে শেয়ার উপহার দেবেন সায়হাম কটন পরিচালক বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটনের উদ্যোক্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ মেয়েকে ৬০ লাখ শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ইশতিয়াক আহমেদের কাছে কোম্পানির মোট ১ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ১৭টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ৬০ লাখ শেয়ার তার মেয়েকে উপহার হিসেবে দেবেন। উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে মেয়েকে উপহার হিসেবে দিতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×