ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৯ মাসে সর্বোচ্চ অবস্থানে এশিয়ার পুুঁজিবাজার

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

১৯ মাসে সর্বোচ্চ অবস্থানে এশিয়ার পুুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ নানা অস্থিরতার মধ্যেও এগিয়ে যাচ্ছে বিশ্ব পুঁজিবাজার। বুধবার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পারফরম্যান্স দেখিয়েছে এশিয়ার অধিকাংশ বাজার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন আগামী মাসে সুদের হার বাড়ানোর সম্ভাব্য ইংগিত দেন। এর পরদিনই বাজারে উলম্ফন ধারা প্রবাহিত হয়। একই খবরে এদিন বিশ্বের প্রধান প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দাম ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্থানে অবস্থান করে। এশিয়ার বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারেও এদিন সমান গতি ছিল। ইয়েলেন মঙ্গলবার জানান, আসন্ন বৈঠকে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সুদের হার বাড়ানোর অর্থ হচ্ছে মার্কিন অর্থনীতি এখন আগের চেয়ে আরও ভাল অবস্থানে। এ খবরের পর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সূচক এমএসসিআই ০.৯ শতাংশ বেড়ে যায়। যা ২০১৫ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার বাজার এদিন ০.৯ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ০.৫ শতাংশ; হংকংয়ের হ্যাংসেং ১.৪ শতাংশ; জাপানের নিক্কেই ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে ইয়েলেনের বক্তব্যে ইতিবাচক প্রভাব পড়েনি ভারতের পুঁজিবাজারে। বড় বড় কোম্পানিগুলোর প্রান্তিক আয় কমে যাওয়ায় এদিন ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক টানা দ্বিতীয় দিনের মতো পতনে ছিল।
×