ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে মূল্য সংশোধন

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজারে মূল্য সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা সাত কার্যদিবস উত্থানের পর বুধবার মূল্য সংশোধন হয়েছে দেশের পুঁজিবাজারে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসই ও সিএসইতে লেনদেনও কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৫৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১২০ কোটি ৭ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে এক হাজার ১৭৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৫ পয়েন্টে। ডিএসইতে লেনেদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার, এসিআই ফর্মূলেশন, বেক্সিমকো, ফরচুন সুজ, আরএকে সিরামিক, আইডিএলসি, প্যাসিফিক ডেনিম ও তিতাস গ্যাস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৯৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্যাসিফিক ডেনিম, বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, ফরচুন সুজ, রিজেন্ট টেক্সটাইল, তিতাস গ্যাস, জেনারেশন নেক্সট ফ্যাশন ও কেয়া কসমেটিকস।
×