ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৩:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

বিসিএস কর্নার

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীল মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? উত্তর : দায়িত্বশীলতা ২। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? উত্তর : সত্য ও ন্যায় ৩। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? উত্তর : সুশাসনের ক্ষেত্রে উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ ৪। টঘউচ সুশাসন নিশ্চিতকরণের কয়টি উপাদান উল্লেখ করেছে? উত্তর : ৬টি ৫। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? উত্তর : সততা ও নিষ্ঠা ৬। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল? উত্তর : সুশাসন ৭। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? উত্তর : নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা ৮। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? উত্তর : সংবাদ মাধ্যম ৯। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? উত্তর : সৃজনশীলতা ১০। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় উক্তিটি কার? উত্তর : ম্যাককরনী ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১। একটি চিকন হাতলওয়ালা ও একজন মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র কে কার্ডবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করালে কোনটি ঘটবে- উত্তর : চিকন হাতলের ড্রাইভার বেশি ঘুরাতে হবে ২। কোন নিয়ামকটি জলবায়ু নির্ধারণ করে না- উত্তর : দ্রাঘিমারেখা ৩। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়- উত্তর : নতুন দিল্লি­ ৪। কখন দুর্যোগের ক্ষতি মাপা হয়- উত্তর : পুনর্বাসন পর্যায়ে ৫। বাংলাদেশের সবচেয়ে বেশি নিচুভূমি কোথায় অবস্থিত- উত্তর : মুন্সীগঞ্জ ৬। বাংলাদেশের কোন অঞ্চল বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে- উত্তর : চলনবিল ৭। বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয় – উত্তর : সিলেট ৮। বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চল- উত্তর : উত্তর-পশ্চিম ৯। কোনটি বাংলাদেশের মানুষের জীবিকা পরিবর্তনের উপর দীর্ঘ মেয়াদী প্রভাব রাখতে পারে- উত্তর : সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ১০। কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়- উত্তর : অক্সিজেন
×