ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জরিমানা আদায়ে নিলামে জয়ললিতার সম্পত্তি ॥ আদালতের আদেশ

প্রকাশিত: ০৩:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

জরিমানা আদায়ে নিলামে জয়ললিতার সম্পত্তি ॥ আদালতের আদেশ

হিসাববহির্ভূত সম্পত্তি মামলায় ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে ১০০ কোটি রুপী জরিমানা করেছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। মঙ্গলবার সেই রায়ই বহাল রাখল সুপ্রীমকোর্ট। ৬৬.৬৫ কোটি রুপীর দুর্নীতির মামলায় শশিকলা ও তার দুই আত্মীয়কে জেলে পাঠানর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, সেই মামলার আসল অভিযুক্ত ছিলেন জয়ললিতাই। বাকি তিনজনের মতো তাকেও চার বছরের কারাদ- ও এক শ’ কোটি রুপীর জরিমানা দিয়েছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। রায়ে উঠে এসেছে জয়ললিতা কিভাবে হিসাববহির্ভূত সম্পত্তি জড়ো করেছিলেন। শশিকলা ও অন্যরা ছিলেন স্রেফ দাবার ঘুঁটি। নিজের বেআইনী সম্পত্তি শশিকলা, শশীর আত্মীয় ও তাদের মালিকানাধীন সংস্থার নামে লিখে দিয়েছিলেন জয়া। যাতে নিজের গায়ে দুর্নীতির দাগ না লাগে। শশিকলারা সেই কাজে মদত দিয়েছিলেন ঠিকই। কিন্তু আইনের চোখে এই মামলার মূল হোতা আম্মা জয়ললিতাই। আইনজীবীদের মতে, জয়ললিতার জন্য ধার্য ১০০ কোটি রুপী জরিমানা আদায় করা হবে। বিভিন্ন ভুয়া সংস্থার নামে যেসব সম্পত্তি রয়েছে সেগুলো অধিগ্রহণ করা হবে। জরিমানা উসুল করা হবে তার ব্যাঙ্ক এ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট ভেঙ্গে। -আনন্দবাজার
×