ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৈলাশ প্রসাদ গুপ্ত

যেমন খুশি ব্যবহার!

প্রকাশিত: ০৩:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

যেমন খুশি ব্যবহার!

রাজপথ সবার। যে যেভাবে পারে ব্যবহার করছে। কোন নিয়ম নীতির বালাই নেই। শিক্ষিত-অশিক্ষিত, ধনী- দরিদ্র সবাই চলছে নিজ সুবিধা মতো। এতে কার অসুবিধা হচ্ছে, কে দুর্ঘটনায় পতিত হবে, আহত হয়ে পঙ্গুত্ববরণ করবে অথবা মৃত্যুমুখে পতিত হবে এ ভাবনা কারোর মনে নেই যেন। ফুটপাথ দখল করছে হকার, ভিক্ষুকসহ বহুপেশার মানুষ। রাস্তাগুলো যে যেভাবে পারছে তার ইচ্ছেমতো ব্যবহার করছে। পানের পিক, কলার খোসা, অব্যবহৃত দ্রব্যসহ অন্যান্য দ্রব্য ইচ্ছেমতো ফেলে দিচ্ছে। যে রাস্তাগুলো ভারি যানবাহনের ব্যবহারের জন্য নয় সে রাস্তাগুলোও ভারি যানবাহন ব্যবহার করে নষ্ট করে দিচ্ছে। যে শহরে ট্রাফিক নেই সেখানে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করবে কে? পথচলার সাধারণ নিয়মনীতি জানা সত্ত্বেও কেউই মানে না। ইচ্ছেমতো ডান দিক দিয়ে বাম দিক দিয়ে হাঁটে। ফলে একই রাস্তায় উভয়পক্ষ থেকে যাতায়াতে নানা সমস্যার সৃষ্টি হয়। ফুলবাড়ী দিনাজপুর থেকে
×