ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ রাজপথ তুমি কার?

প্রকাশিত: ০৩:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ রাজপথ তুমি কার?

আমাদের দৈনন্দিন সকল কাজে কর্মে কোথাও না কোথাও যেতে হয়। আর সেজন্য যাতায়াত পথ হিসেবে আমরা ব্যবহার করি রাস্তা কিংবা মহাসড়ক। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে রাস্তাঘাট তেমন একটা ভালো নয় বললেই চলে। তবে যেটুকু আছে তাতেও রয়েছে নানামুখী সমস্যা। চলার পথে আমরা দেখতে পাই জনসাধারণের জন্য তৈরি এসব সড়ক একশ্রেণীর মানুষ যথেচ্ছভাবে ব্যবহার করছে। কোথাও দেখা যায় একদম রাস্তাকে ঘিরেই গড়ে তোলা হয়েছে দোকানপাট, যা রাস্তায় চলাফেরায় বাধা সৃষ্টি করে। আবার কেউ কেউ রাস্তাকে একদম নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে সেখানে ফেলে রাখে ইটপাথর, গাছ কিংবা অন্যান্য বস্তু, আবার সেখান থেকেই এসবের রমরমা ব্যবসাও করে যাচ্ছে অনায়াসে। বিভিন্ন জায়গায় দেখা যায় বাস, ট্রাক সহ অন্যান্য পরিবহনগুলোর স্ট্যান্ড তৈরি করা হয় একদম রাস্তা ঘিরেই। ফলস্বরূপ ঘটছে নানামুখী সমস্যা। যার ফলাফল আমাদের চোখের সামনে ভেসে উঠছে। নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আসছি। এসব দেখলে মনে হয়, দেখার যেন কেউ নেই। রাজপথ হলো সর্বসাধারণের সম্পদ। এখানে কারো ব্যক্তিগত কোন দাবী নেই। তাহলে কেন এসব হচ্ছে? এসব স্বার্থান্বেষী মহলের কাছে কি সাধারণ মানুষ জিম্মি? তাদের সৃষ্ট এসব কাজের জন্য প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। শান্তিপূর্ণ, সুন্দর, নিরাপদ বসবাসের জন্য রাজপথ/ মহাসড়কগুলোতে এসব সমস্যার যথাযথ সমাধানের লক্ষ্যে সরকারী পদক্ষেপের পাশাপাশি সর্বসাধারণের এগিয়ে আসা একান্ত জরুরি। ইসলামপুর, সিলেট থেকে
×