ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে আ’লীগের মনোনয়ন পেলেন গোলাম মোস্তফা

প্রকাশিত: ০৮:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

সুন্দরগঞ্জে আ’লীগের মনোনয়ন পেলেন গোলাম মোস্তফা

বিশেষ প্রতিনিধি ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফাকে মনোনয়ন দেয়া হয়েছে বলে রাতে দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সংসদীয় বোর্ডের সভা শুরু হয়। বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বোর্ডের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে মনোনয়ন প্রত্যাশী সাতজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে গোলাম মোস্তফাকেই নৌকা প্রতীকে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, উপ-নির্বাচনের প্রার্থী হতে ইচ্ছুক সাতজন আবেদনপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, তাঁর বোন আফরোজা বারী জ্যোৎস্না, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাকসুদা খাজা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ হান্নান। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মারা যান। তাঁর মৃত্যুতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন শূন্য হয়েছে।
×