ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কদমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

প্রকাশিত: ০৮:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

কদমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রফিকুল ইসলাম গা ঢাকা দিয়েছে। এদিকে তেজগাঁওয়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুর ও পল্টনে দেশীয় অস্ত্রসহ ৫ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, রাজধানীর কদমতলীতে সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের চাচা কামাল হোসেন জানান, পাঁচ বছর আগে পারিবারিকভাবে রফিকুল ইসলামের সঙ্গে ভাতিজি সোনিয়ার বিয়ে হয়। কদমতলীর রায়েরবাগ সি ব্লকের এলাকায় একটি টিনশেড বাড়িতে সোনিয়া থাকত। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন সোনিয়ার ওপর নির্যাতন চালাত। সোমবার বিকেলে সোনিয়াকে জোর করে বিষপান করায় শ্বশুরবাড়ির লোকজন। পরে এটি আত্মহত্যা বলে চালানো হয়। নিহতের শ্বশুর আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে সোনিয়া বিষপান করে। পরে তাকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জরিমানা ॥ এদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে চার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশন্স অফিসার জানান, মঙ্গলবার দুপুরে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে তেজগাঁও এলাকায় অভিযান চালান। ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার ॥ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ কামরান (২৬), মাহবুব (১৮) ও রাসেল (১৯)। এ সময় তাদের কাছ থেকে ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, সোমবার গভীর রাতে মোহাম্মদপুর থানার ফাইনিয়ার হাউসিংয়ের সামনে এক পথচারীকে গতিরোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার সময় ওই দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। এদিকে একই সময় রাজধানীর পল্টনে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ ডেনিস (২৫) ও জসিম (২৭)।
×