ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুরঞ্জিত সেনগুপ্তের শ্রদ্ধানুষ্ঠান ও পারলৌকিক ক্রিয়া সম্পন্ন

প্রকাশিত: ০৮:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

সুরঞ্জিত সেনগুপ্তের শ্রদ্ধানুষ্ঠান ও পারলৌকিক ক্রিয়া সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ॥ হিন্দু ধর্মীয় রীতি অনুসারে সম্পন্ন হয়েছে সম্প্রতি সদ্য প্রয়াত সাবেক মন্ত্রী, প্রবীণ পার্লামেন্টারিয়ান ও আওয়ামী লীগের পরিষদের সুরঞ্জিত সেনগুপ্তের আদ্যশ্রাদ্ধাদি ও পারলৌকিক ক্রিয়া। মঙ্গলবার রাজধানীর ঢাকেশ^রী জাতীয় মন্দিরে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রাদ্ধকর্মে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেন শ্যামল চক্রবর্তী। তাঁর সহযোগী ছিলেন নেপাল চক্রবর্তী, ভানু চক্রবর্তী ও মুরতি আচার্য। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় শ্রাদ্ধ কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র পুত্র সৌমেন সেনগুপ্ত সৃষ্টিকর্তার আছে তাঁর পিতার আত্মার শান্তি ও মুক্তির প্রার্থনা করে উপস্থিত সবার কাছে তার পিতার জন্য প্রার্থনা কামনা করেন। শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত শুভাকাক্সক্ষীদের হিন্দু ধর্মীয় রীতি মেনে পরে আপ্যায়ন করা হয়। শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, চিফ হুইফ আসম ফিরোজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, মুহিবুর রহমান মনিক এমপি, স্বপন ভট্টাচার্য এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, অধ্যাপিকা অপু উকিল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাসগুপ্ত, এ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। সুরঞ্জিত সেনের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ থেকেও বিপুল সংখ্যক শুভাকাক্সক্ষী শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন।
×