ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই আসামির মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

দুই আসামির মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ॥ এক হত্যা মামলার চূড়ান্ত রায়ে দুই আসামির মৃত্যুদ-ের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আপীল বিভাগ, যেখানে যাবজ্জীবনের অর্থ হবে আমৃত্যু কারাবাস। ষোলো বছর আগে সাভারের জামান হত্যা মামলায় দুই আসামির আপীল শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন চার সদস্যবিশিষ্ট আপীল বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালে গাজীপুরে জামান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম গাজীপুর মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। দ্রুতবিচার আদালত ২০০৩ সালে এ মামলার রায়ে তিন আসামি আনোয়ার হোসেন, আতাউর রহমান ও কামরুল ইসলামকে মৃত্যুদ- দেয়। হাইকোর্টেও সর্বোচ্চ সাজার রায় বহাল থাকে। এরপর আসামি আনোয়ার ও আতাউর সাজা কমানোর জন্য আপীল বিভাগে আবেদন করেন। কামরুল পলাতক থাকায় আপীলের সুযোগ পাননি। দুই আসামির আপীল শুনানি করে মঙ্গলবার সাজা কমিয়ে রায় দেয় আপীল বিভাগ।
×