ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার সফরের প্রতীক্ষায় ভারত

প্রকাশিত: ০৮:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

শেখ হাসিনার সফরের প্রতীক্ষায় ভারত

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত ভারতীয় রুপী এবং বাংলাদেশ থেকে ভারতে রফতানি হওয়া পাটপণ্যে এ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের সমস্যা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মুম্বাইয়ে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক বৈঠকে বলেন, ভারতে নোট বাতিলের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত ভারতীয় রুপীর ওপর প্রভাব পড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মুম্বাইতে ‘ভারতীয় ভূ-অর্থনৈতিক সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানে অংশ নেয়ার সময় দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক বৈঠকে মিলিত হন। এ সময় উভয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশে বিদ্যমান বর্তমান উষ্ণ সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে গত আট বছরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি হয়েছে বলেও মনে করেন তারা। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০১৭ সাল বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের জন্য তারা প্রতীক্ষায় প্রত্যাশায় রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মুম্বাইয়ের গবেষণা প্রতিষ্ঠান গেটওয়ে হাউস আয়োজিত ‘ভারতীয় ভূ-অর্থনৈতিক সংলাপ’ শীর্ষক এই অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য রাখেন। উভয় প্রতিমন্ত্রী তাদের বক্তব্যে অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে এই অঞ্চলে জঙ্গী ও উগ্রবাদ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিষয়ে জোর দেন। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মুম্বাইয়ের বিশ্ব বাণিজ্য সেন্টার পরিদর্শন করেন।
×