ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

অপরিবর্তিত ভারত দল

প্রকাশিত: ০৫:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

অপরিবর্তিত ভারত দল

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। দুদিন আগে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে শেষ হওয়া একমাত্র টেস্টের দলে কোন পরিবর্তন নেই। জল্পনা ছিল পেসার মোহাম্মদ শামি, স্পিনার অমিত মিশ্র ও ব্যাটসম্যান রোহিত শর্মাদের কেউ ফিরতে পারেন। কিন্তু ইংল্যান্ড ও বাংলাদেশ সিরিজ জয়ে অবিশ্বাস্য সময় পার করা ভারতীয় ম্যানেজমেন্ট অপরিবর্তিত দলই বেছে নিয়েছে। অধিনায়ক যথারীতি বিরাট কোহলি। স্টিভেন স্মিথের নেতৃত্বে অসিরা ইতোমধ্যে ভারতে পৌঁছে গেছে। ২৩ ফেব্রুয়ারি পুনে টেস্ট দিয়ে শুরু আলোচিত ভারত-অস্ট্রেলিয়া দীর্ঘ এই সিরিজ। ধারণা করা হচ্ছিল শামি ফিরবেন। গত মৌসুমে অন্যতম সফল এ পেসার চোটের জন্য ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের পর বাইরে চলে যান। তিনি ফিরলে কুলদীপ যাদবকে বাদ পড়তে হতো। কিন্তু সেটি আর হয়নি। চোট কাটিয়ে ওঠা হার্ড-হিটার ব্যাটসম্যান রোহিত শর্মারও ফেরা হলো না। করুণ নায়ার আছেন। সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে ফেরায় ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি হাঁকনোর পরও বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশে সুযোগ হয়নি তার। নায়ার তাই অনুমিতভাবেই অস্ট্রেলিয়া সিরিজের দলে আছেন। রিজার্ভ ওপেনার হিসেবে অভিনব মুকুন্দ আছেন। প্রথম দুই টেস্টের ভারত দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, অভিনব মুকুন্দ, করুণ নায়ার, হারদিক পা-িয়া, চেতশ্বর পুজারা, লোকেশ রাহুল, ইশান্ত শর্মা, মুরলি বিজয়, জয়ন্ত যাদব, উমেশ যাদব ও কুলদীপ যাদব।
×