ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমাদের পেসাররা দেশের বাইরে ভাল করতে সক্ষম ॥ কোহলি

প্রকাশিত: ০৫:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

আমাদের পেসাররা দেশের বাইরে ভাল করতে সক্ষম ॥ কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট শেষ। সফরকারী বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের মাটিতে প্রথম টেস্টে আধিপত্য দেখিয়েই জয় তুলে নিয়েছে ভারতীয় দল। এজন্য দলের ওপর দারুণ সন্তুষ্ট অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটসম্যানদের সঙ্গে বোলাররাও সমান নৈপুণ্য দেখিয়েছেন। বিশেষ করে ব্যাটিং উইকেটেও দলের পেসাররা যেভাবে বোলিং করেছেন সেটাতে দারুণ খুশি কোহলি। দলের পেসারদের ওপর সে কারণেই আস্থা তৈরি হয়েছে তার। ভারতের এ অধিনায়ক মনে করেন দেশের বাইরেও যে কোন উইকেটে ভারতীয় পেসাররা ভাল করতে সক্ষম। হায়দরাবাদ টেস্টে বাংলাদেশের দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট শিকার করেছে ভারতের পেসাররা। প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেন উমেশ যাদব। তুলে নেন ৩ উইকেট। এছাড়া ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মা একটি করে উইকেট নেন। আর দ্বিতীয় ইনিংসে ইশান্ত আগুন ঝরানো বোলিং করে দুই উইকেট শিকার করেন। তৃতীয়দিনের সকালে উমেশ যেভাবে বোলিং করেছেন সেটাকে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন তার দেখা সেরা স্পেল। ভুবনেশ্বর পুরনো বলে দুর্দান্ত বোলিং করেছেন বৈচিত্র্য দেখিয়ে। এ বিষয়ে কোহলি বলেন, ‘দলে ভাল ফাস্ট বোলার পাওয়াটা সত্যিই খুব ভাল ব্যাপার, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। যদি কোন দলে ৩/৪ জন ভাল ও আক্রমণাত্মক পেসার থাকে এবং উইকেট তুলে আনতে পারে ম্যাচের যে কোন পরিস্থিতিতে সেটা অবশ্যই বোনাস। আমরা যখন দেশের বাইরে যাওয়া শুরু করব, তখন এটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে। ছেলেরা যত উইকেট নিতে পারবে এবং সেট ব্যাটসম্যানকে ভড়কে দিতে পারবে তা অবশ্যই কার্যকর ভূমিকা রাখবে পরবর্তীতে।’ প্রথম ইনিংসে উমেশের দুর্দান্ত বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসে ঝলসে ওঠেন ইশান্ত। তিনি তুলে নেন সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট। ভারতীয় পেসাররা যেভাবে বোলিং করেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের রান করা বেশ কঠিনই হয়েছে। এ বিষয়ে কোহলি বলেন, ‘প্রতিপক্ষরা বুঝেছে ভালভাবেই যে পেসাররা যেভাবে বোলিং করেছে তাদের বিরুদ্ধে রান করাটা বেশ কঠিন। এটা আমাদের অনেক বেশি উজ্জীবিত করেছে। দল ভাল ছন্দ ও আত্মবিশ্বাস পেয়েছে। আমরা সবসময় পেসারদের ওপর আস্থা রাখি এবং বলি তারাও আমাদের জন্য ম্যাচ জেতাতে সক্ষম।’ তবে কোহলি মনে করেন ভারতের স্পিনাররা যে মানের তাদের কারণেই দলের পেসাররা আরও আক্রমণাত্মক মেজাজে বোলিং করতে পারেন। আর এটা অবশ্যই একটি দলকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলে। এ বিষয়ে কোহলি বলেন, প্রথম ইনিংসে আমাদের উইকেট নিতে কিছুটা ধৈর্যের পরিচয় দিতে হয়েছে।
×