ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ক্রিকেট লীগ

তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচই ড্র

প্রকাশিত: ০৫:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচই ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ শেষদিনে ২৭২ রান করলেই জিতে যেত ওয়ালটন মধ্যাঞ্চল। হাতে ৯ উইকেট থাকলেও ঝুঁকি নেয়নি তারা। দারুণ সতর্ক ব্যাটিং করে ৫ উইকেটে চতুর্থদিন ১৯০ রান করার পর প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ড্র মেনে নেয়। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চলমান বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) প্রথমশ্রেণীর আসরে তৃতীয় রাউন্ডের শেষদিনের ঘটনা এটি। মঙ্গলবার অপর ম্যাচের শেষদিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচটিও ড্র হয়েছে। চট্টগ্রামে তিনদিনে মাত্র একটি ইনিংস পুরোপুরি শেষ হয়। পূর্বাঞ্চলের করা ৪৯০ রানের জবাবে উত্তরাঞ্চল তৃতীয়দিন শেষে ৬ উইকেটে ২৭৬ রান তোলে প্রথম ইনিংসে। সেখান থেকেই মঙ্গলবার শুরু করে তারা। নাঈম ইসলাম সেঞ্চুরি পেয়ে যান। তিনি ২৮৪ বলে ১১ চারে ১০০ রান করে সাজঘরে ফেরেন। সপ্তম উইকেটে তার সঙ্গে দারুণ ব্যাটিং করে সোহরাওয়ার্দী শুভ ১০০ রানের জুটি গড়লে বড় সংগ্রহের পথ পেয়ে যায় উত্তরাঞ্চল। সোহরাওয়ার্দী ১০১ বলে ৭ চারে ৫৯ রান করে ফিরে গেলে শেষদিকে সানজামুল ইসলাম আবার দুর্দান্ত এক অর্ধশতক হাঁকান। তার হার না মানা ৫৪ রানে শেষ পর্যন্ত ৪০৪ রানে প্রথম ইনিংস শেষ হয় উত্তরাঞ্চলের। আবুল হাসান তিনটি উইকেট নেন। ৮৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৯২ রান তোলে পূর্বাঞ্চল। ইমতিয়াজ হোসেন ৬৭ বলে ৭ চারে ৪৪ ও তাসামুল হক ৫০ বলে ২ চারে ৩২ রানে অপরাজিত ছিলেন। ১৭৮ রানে লিড নিয়েছিল তারা। কিন্তু এরপর ড্র মেনে নেয় উভয় দল। দিনের অপর ম্যাচের দিকেই দৃষ্টি ছিল সবার। ফতুল্লায় শেষদিনের নাটকীয়তা দেখার অপেক্ষা ছিল। কিন্তু ২৭৯ রানের জয়ের লক্ষ্যে নেমে তৃতীয়দিন শেষে ১ উইকেট ৭ রান তোলা মধ্যাঞ্চল কোন চেষ্টাই করেনি জয়ের। উল্টো ড্রয়ের জন্যই খেলেছে তারা বেশ সাবধানী হয়ে। কারণ ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণাঞ্চল বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। ৯১ রানের জুটি গড়ে সেই বিপর্যয় সামলান আব্দুল মজিদ ও শুভাগত হোম। মজিদ ৩৬ রানে ফিরে যান, শুভাগত করেন অর্ধশতক। ম্যাচে ১০ উইকেট ও সেঞ্চুরি করেন শুভাগত। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে লঙ্গার ভার্সনে এমন কৃতিত্ব দেখানর দ্বিতীয় নজির সেটা। সাকিব অবশ্য টেস্টে করে দেখিয়েছেন সেটা। ২০১৪ সালে জিম্বাবুইয়ের বিরুদ্ধে খুলনা টেস্টে ১০ উইকেট নেয়ার পাশাপাশি শতক হাঁকিয়েছিলেন সাকিব। এবার দ্বিতীয় ইনিংসে ১২৪ বলে ৬ চারে ৫২ রানের একটি ইনিংস খেলেন তিনি। এরপর তাইবুর রহমান ও মার্শাল আইয়ুব সাবধান থেকে দিন শেষ করেছেন। ৫ উইকেটে ১৯০ রান করার পর উভয় দল ড্র মেনে নিয়েছে। স্কোর ॥ পূর্র্বাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ ॥ চট্টগ্রাম পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ৪৯০/১০; ১৬৯.৫ ওভার (ইয়াসির ১১০, আফিফ ১০৫, ইমতিয়াজ ৮১, জাকির ৬৪; ইয়াসিন ৩/৬১, সানজামুল ৩/১৩১) ও দ্বিতীয় ইনিংস- ৯২/১; ২১ ওভার (ইমতিয়াজ ৪৪*, তাসামুল ৩২; নাসির ১/১৫)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস- আগের দিন ২৭৬/৬; ৯৮ ওভার (নাঈম ৮৫*, ধীমান ৪০, সোহরাওয়ার্দী ৩৫*; কাপালি ১/১৫, তাসামুল ১/২৮) ও চতুর্থদিন- ৪০৪/১০; ১৫১.১ ওভার (নাঈম ১০০, সোহরাওয়ার্দী ৫৯, সানজামুল ৫৪; আবুল ৩/৬৬, কাপালি ২/১৭)। ফল ॥ ড্র ম্যাচসেরা ॥ আফিফ হোসেন ধ্রুব (পূর্বাঞ্চল)। দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ ॥ ফতুল্লা দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- ২৬০/১০; ৮৩.৫ (তুষার ৮১, মিঠুন ৪২, সোহাগ ৪৩; শুভাগত ৬/৯১) ও দ্বিতীয় ইনিংস- ৩১৭/১০; ৭৮ ওভার (রাজ্জাক ৭৬, নাফীস ৭২, তুষার ৪৪; তাইবুর ৪/৫২, শুভাগত ৪/৭৭, হায়দার ২/৬১)। মধ্যাঞ্চল প্রথম ইনিংস- ২৯৯/১০; ৯১ ওভার (শুভাগত ১০০, সাইফ ৪৯, তাইবুর ৪৪; রাজ্জাক ৪/১১৮, রুবেল ২/৫৭) ও দ্বিতীয় ইনিংস- তৃতীয়দিন শেষে ৭/১; ৪ ওভার (সাদমান ৬; মুস্তাফিজ ১/১) ও চতুর্থদিন- ১৯০/৫; ৭৯ ওভার (শুভাগত ৫২, তাইবুর ৩৯, মজিদ ৩৬; রুবেল ২/৪১, সোহাগ ২/৫৪)। ফল ॥ ড্র ম্যাচসেরা ॥ শুভাগত হোম চৌধুরী (মধ্যাঞ্চল)।
×