ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএল নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

আইপিএল নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরের খেলোয়াড় নিলামে ছয় বাংলাদেশী ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। এরা হলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি২০ টুর্নামেন্ট আইপিএলে গত কয়েক মৌসুম ধরেই নিয়মিত সাকিব-আল হাসান। টাইগার অলরাউন্ডার খেলছেন কলকাতা নাইটরাইডার্সের হয়ে। আর গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। নতুন অন্তর্ভুক্ত হওয়া ছয় বাংলাদেশীর সবার ভিত্তি মূল্য সমান ৩০ লাখ রুপি। তামিম-তাসকিন আগে থেকেই ফ্রাঞ্চাইজিগুলোর নজরে ছিলেন, আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো পারফর্মেন্সের কারণে মাহমুদুল্লাহ, সাব্বির ও মিরাজ যুক্ত হয়েছেন। তবে জাতীয় দলের বাইরে থাকা বিজয়কে হয়ত ঘরোয়া বিপিএলের ব্যাটিং দেখেই রাখা হয়েছে। বিপিএলের চিটাগং ভাইকিংসকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। দল ফাইনালে উঠতে না পারলেও ১৩ ম্যাচেই ৪৭৬ রান নিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ন্যাটা ওপেনার এখন আন্তর্জাতিক ক্রিকেটের আলোচিত নাম। বিপিএলে বল হাতে ভাল করেছেন বাংলাদেশের দুই তরুণ তাসকিন (১৫ উইকেট) ও মিরাজ (১২ উইকেট)। নিলামে আছেন মারকাটারি ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া সাব্বির আর ঠা-া মাথার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩৯৬ রান নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিল মাহমুদুল্লাহ। ৩৭৭ রান নিয়ে এর পরেই ছিলেন সাব্বির। অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার বিজয় ১৩ ম্যাচ খেলে ২৫০ রান করেছিলেন এনামুল। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর ভিত্তি করে আইপিএলের নিলাম তালিকা চূড়ান্ত করা হয়েছে। খেলোয়াড় সংখ্যাটা শেষ পর্যন্ত কমে এসেছে ৩৫১ জনে। এদের সবাই যে বিক্রি হবেন তাও নয়। ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ২০১৭ আইপিএলের নিলাম। এবারও বেশ ক’জন খেলোয়াড়কে নিয়ে চলতে পারে কাড়াকাড়ি। বেশ ক’জন খেলোয়াড়ের দাম উঠবে আকাশে। এদের মধ্যে আছেন ইশান্ত শর্মা। তার ভিত্তি মূল্য সর্বোচ্চ আড়াই কোটি রুপি। বিদেশীদের মধ্যে ২ কোটি রুপি ভিত্তি মূল্য নিয়ে তালিকায় আছেন ছয় জনÑ ইংল্যান্ডের বেন স্টোকস, এউইন মরগান ও ক্রিস ওকস; অস্ট্রেলিয়ার মিচেল জনসন ও প্যাট কামিন্স; শ্রীলঙ্কার এ্যাঞ্জেলো ম্যাথুস।
×