ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদায় বললেন এ্যাডাম ভোগস

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

বিদায় বললেন এ্যাডাম ভোগস

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া দল এখন বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত সেপ্টেম্বর-অক্টোবর শ্রীলঙ্কা সফরে টেস্টে ‘হেয়ায়াইটওয়াশ’, এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারে দেশটির ক্রিকেট কেঁপে ওঠে। দলে ব্যাপক পরিবর্তন আসে। চার-পাঁচজন সিনিয়র ক্রিকেটারকে ছেঁটে ফেলা হয়। যার মধ্যে এ্যাডাম ৩৭ বছর বয়সী ভোগসও আছেন। তার জায়গায় পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে পাঁচ নাম্বার পজিশনে তরুণ পিটার হ্যান্ডসকম্ব দারুণ ব্যাটিং করেন। তাই তো নিজের শেষটা দেখে ফেললেন ভোগস। টি২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল এখন অস্ট্রেলিয়ায়। আজ অতিথিদের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশকে নেতৃত্ব দেবেন ভোগস। তিনি বলেন, ‘আন্তর্জাতিক কোন দলের বিপক্ষে হয়ত এটিই আমার শেষ ম্যাচ।’ তিনি আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে কয়েকটা বছর দারুণ কেটেছে। সেখানে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এখন ভিন্নভাবে সামনে তাকাতে চাই।’ উপমহাদেশে বাইরের দলগুলোর ইতিহাস কখনই ভাল নয়। শ্রীলঙ্কা সফরের ভরাডুবি তাই সেভাবে আলোচনায় ছিল না। তবে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ খোয়ানোর পর পুরো অস্ট্রেলিয়া ক্রিকেট কেঁপে উঠেছিল। চার-পাঁচজন প্রতিষ্ঠিত খেলোয়াড়কে বাদ দেয়া হয়, পদত্যাগ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক। ভোগস ওই সিরিজে মাত্র ২৭, ১, ০ ও ২ রান করে আউট হন। ২০১৫ সালে টেস্ট অভিষেক। তাও ৩৫ বছর বয়সে। সুযোগ পেয়েই দারুণ সাফল্য দেখিয়েছিলেন। ২০ টেস্টের ছোট ক্যারিয়ারে পাঁচ সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরির সাহায্যে করেছেন ১ হাজার ৪৮৫ রান। যেখানে তার রান গড় ৬১.৮৭। স্যার ডন ব্র্যাডম্যানের পর যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। রঙিন পোশাকে ভোগসের অভিষেক তারও আগে, ২০০৭ সালে। আর ২০১৩ পর্যন্ত ৩৮টি ওয়ানডে খেলে ৪৫.৭৮ গড়ে করেছেন ৮৭০ রান। এছাড়া ও ৪৬.৩৩ গড়ে ৭ টি২০তে তার ঝুলিতে ১৩৯ রান।
×