ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুখোমুখি রিয়াল-নেপোলি ও বেয়ার্ন-আর্সেনাল

প্রকাশিত: ০৫:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

মুখোমুখি রিয়াল-নেপোলি ও বেয়ার্ন-আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ কপাল মন্দই বলতে হবে আর্সেনালের। গত কয়েক মৌসুমে গ্রুপের রানার্সআপ হওয়ার কারণে নকআউট পর্বে কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হয়েছে। পথচলাও তাই বেশিদূর এগোয়নি। এবার ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে গানার্সরা। কিন্তু বিধাতার কি লিখন। এবার গ্রুপসেরা হয়েও শেষ ষোলোতে বড় প্রতিপক্ষ এড়াতে পারেনি দলটি। সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয় গত ডিসেম্বরে। এতে সাবেক চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলা নিশ্চিত হয় আর্সেনালের। এ কারণে এবারও ইংলিশ ক্লাবটির অগ্রগামিতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। অবশ্য গানার্স কোচ আর্সেন ওয়েঙ্গার এতে ভিত নন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বেয়ার্ন শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে চায় তার দল। শেষ আট নিশ্চিত করার সেই মিশন সামনে এসে গেছে। আজ রাতেই শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে বেয়ার্নের মুখোমুখি হচ্ছে আর্সেনাল। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। আজ রাতে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান ক্লাব নেপোলিকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল জয় পাওয়ার আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে যাচ্ছে। এই মিশনে সুসংবাদ ও দুঃসংবাদ দু’টোই আছে। গ্যারেথ বেল যেমন ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় তেমনি চোট পাওয়া সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা নিয়েও কিছুটা সংশয় আছে। স্প্যানিশ লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের ম্যাচে ডান পায়ে চোট পান রোনাল্ডো। ফলে দলের ট্রেনিং গ্রাউন্ডে আলাদা অনুশীলন করতে হয় সিআর সেভেনকে। তাই চিন্তার ভাঁজ কোচ জিনেদিন জিদানের কপালে। রিয়ালের ওয়েবসাইটে বলা হয়, ডান পায়ে চোট পেয়েছে রোনল্ডো। এ কারণে আলাদা করে অনুশীলন করেছে। তবে চোট থাকলেও সি আর সেভেন নেপোলির বিরুদ্ধে খেলবে বলে আশা করছে রিয়াল। পর্তুগীজ তারকা ২০১৬-১৭ মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ২১ গোল করেছেন। তবে চলতি চ্যাম্পিয়ন্স লীগ আসর মোটেই ভাল যাচ্ছে না তার। এখন পর্যন্ত ইউরোপ সেরার আসরে মাত্র দুটি গোল করেছেন। অথচ গতবার তিনি ছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা। ১২ ম্যাচে করেছিলেন ১৬টি গোল। গোড়ালির ইনজুরির কারণে বেল তিনমাস মাঠের বাইরে আছেন। গত বছরের নবেম্বরে স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে রিয়ালের ২-১ ব্যবধানে জয়ের পর থেকেই প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ওয়েলস তারকা। সার্জারি পর্যন্ত করতে হয়েছে তাকে। নেপোলি ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে বেলের অনুশীলনের ছবি নিজেদের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করেছে রিয়াল। বেশ ছন্দেই দেখা গেছে ২৭ বছর বয়সী এ উইঙ্গারকে। রিয়ালের আশা নেপোলির বিরুদ্ধে খেলতে পারবে সে। এদিকে ম্যাচটি সামনে রেখে ইতালি থেকে নেপোলি সমর্থকদের স্পেনে আসার হিড়িক পড়েছে। ২০১২ সালে চেলসির কাছে হারের পর এই প্রথমবারের মত নেপোলি চ্যাম্পিয়ন্স লীগের প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। মাদ্রিদ সফরকে সামনে রেখে নেপোলি মেয়ার লুইগি ডি মাগিসট্রিস ইউটিউবে এক ভিডিও বার্তায় বলেছেন, আমি মাদ্রিদের মেয়রকে ভালভাবে চিনি। কিন্তু বুধবার আমরা তাদের বিস্ময় উপহার দিতে মুখিয়ে আছি। স্পেন অসাধারণ একটি দেশ। কিন্তু নেপোলি তার থেকেও ভাল এবং আমরা জয়ের অপেক্ষায় আছি। যুদ্ধ-পরবর্তী সময়ে শিল্পাঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত ইতালির দুটি শহর জুভেন্টাস ও নেপোলিতেই দক্ষিণাঞ্চল থেকে বেশিরভাগ জনগণ চলে এসে বসতি গড়ে তোলে। তখন থেকেই এই দুটি স্থানের সমর্থকরা তাদের নিজ নিজ দলের সমর্থন দিয়ে আসছেন। সান্টিয়াগোতে যাওয়ার জন্য বিশাল সংখ্যার এই নেপোলি সমর্থকদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। যদিও বাইরের সমর্থকদের জন্য সান্টিয়াগোতে মাত্র ৩৯১৭টি টিকেট বরাদ্দ আছে। তবে স্টেডিয়ামে প্রবেশে ইতোমধ্যেই ছয় হাজার নেপোলি সমর্থক আবেদন করেছেন। চার্টাড বিমান ছাড়াও ইস্তানবুল, জুরিখ ও ব্রাসেলস হয়ে বিভিন্ন বিমানে মাদ্রিদে যাওয়ার পরিকল্পনা করেছে, এছাড়া মিনিবাসও ভাড়া করা হয়েছে। কিছু কিছু পরিবার ফেরিতে ও ট্রেনে করে মাদ্রিদে আসছে বলেও জানা গেছে। তবে এসব সমর্থকের বেশিরভাগের সান্টিয়াগোতে প্রবেশের টিকেট নেই। এ কারণে তাদের মধ্যে কেউ কেউ মাদ্রিদের বন্ধুদের মাধ্যমে টিকেট যোগাড় করেছেন বলে জানা গেছে।
×