ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অশ্বিনের পরামর্শ কাজে লাগাতে চান মিরাজ

প্রকাশিত: ০৫:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

অশ্বিনের পরামর্শ কাজে লাগাতে চান মিরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়ে নিজেকে ভবিষ্যতের উঁচুদরের একজন অলরাউন্ডার হিসেবে উপস্থাপন করেছিলেন। কিন্তু বিশ্ব ক্রিকেট তাকে চিনেছে একজন অফস্পিনার হিসেবে। অভিষেক টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নাকানি-চুবানি খাইয়েছেন ডানহাতি অফস্পিনে। গড়েছেন বেশ কিছু বিশ্বরেকর্ড। কিন্তু মেহেদি হাসান মিরাজ মূলত ব্যাটিং অলরাউন্ডার। এবার ভারত সফরে অন্তত সেই পরিচয়টা তুলে ধরতে পেরেছেন একমাত্র টেস্টে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে। এর সঙ্গে অফস্পিনে বর্তমান বিশ্বের এক নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনকে কাছে পেয়েছেন। তার সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে অনেক পরামর্শই নিয়েছেন মিরাজ। ১৯ বছর বয়সী এ তরুণ জানিয়েছেন অশ্বিনের পরামর্শ বেশ কার্যকর হবে এবং ভবিষ্যতে সেসব কাজে লাগিয়ে দারুণ কিছু করতে চান। গত অক্টোবরে ভাগ্যের দুয়ার খুলেছিল। অনুর্ধ-১৯ দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন। আবার ব্যক্তিগত নৈপুণ্যেও ছিলেন সেরা ব্যাটে ও বলে। সে কারণে পাইপলাইনে ছিলেন জাতীয় দলে ঢোকার। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় মিরাজের। আর সেটাই অবিস্মরণীয় এক শুরু ছিল। ২ টেস্টে ১৯ উইকেট শিকার করে অতীতের অনেক রেকর্ড ভেঙ্গে ফেলেন। আর একাই দুমড়ে দেন ইংলিশদের গৌরব। এরপর নিউজিল্যান্ড সফরে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি পেসবান্ধব উইকেটে। তবে ভারতের মাটিতে ব্যাটিং স্বর্গে তেমন খারাপও করেননি। সবচেয়ে কার্যকর হয়েছে অশ্বিনকে প্রতিপক্ষ হিসেবে মাঠে থেকে দেখা এবং ব্যাটিংয়ের সময় তার বল মোকাবেলা করা। হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্টের দলে সুযোগ পাওয়ার পরই জানিয়েছিলেন মূল লক্ষ্য হবে অশ্বিনের কাছ থেকে শেখা। এ বিষয়ে মিরাজ ঢাকা ত্যাগের আগে বলেছিলেন, ‘সুযোগ পেলেই ভারতের সেরা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে কিছু টিপস নেব। অশ্বিন বিশ্বমানের খেলোয়াড়। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে ওর সঙ্গে কথা বলে কিছু টিপস নেয়ার। আর ও ম্যাচে খেললে কিভাবে বোলিং করছে, তা তো কাছে থেকেই দেখতে পারব। সে অভিজ্ঞতাও আমার জন্য অনেক কাজে লাগবে।’ সত্যিই সেটা কাজে লেগেছে। তারচেয়ে বড় কথা নিজে ব্যাটসম্যান হিসেবে পরিচয়টা একটু হলেও মেলে ধরতে পেরেছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে। ওই সময় অশ্বিনের বলও মোকাবেলা করতে পেরেছেন। কিন্তু টেস্ট ম্যাচের সময় অশ্বিনকে বিরক্ত করেননি। সোমবার ম্যাচ শেষ হওয়ার পর একাকী বসেছিলেন অশ্বিনের সঙ্গে। ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ পুরোপুরিই দেখেছেন অশ্বিন এবং সেই সময়ে টুইটারে ঝড় তুলেছিলেন একের পর এক মন্তব্য করে। অভিষিক্ত তরুণ মিরাজের বোলিং দেখেও মুগ্ধ হয়েছিলেন এ বিশ্বসেরা অফস্পিনার। টিভি পর্দায় মিরাজের বোলিং দেখে তখন অশ্বিন মুগ্ধ হয়ে টুইট করেছিলেন, ‘মেহেদি হাসান নামের অফস্পিনারটা দুর্দান্ত।’ মিরাজকে নিয়ে আলোচনা হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যেও। চেতশ্বর পুজারা টেস্ট শুরুর আগে সে বিষয়ে মন্তব্যও করেছিলেন। এ কারণে মনোযোগী ছাত্র হিসেবে মিরাজকে পেয়ে জমিয়ে আড্ডা দিয়েছেন অশ্বিনও। অশ্বিনের কাছ থেকে বোলিংয়ের বেশ কিছু টিপস নিয়েছেন মিরাজ। রাজীব গান্ধী স্টেডিয়ামে মিরাজকে নিয়ে বসেছিলেন অশ্বিন। তাদের কাটান সময়ের একাধিক ছবি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অফিসিয়াল টুইটার পেজ। এ বিষয়ে মিরাজ বলেন, ‘অশ্বিন বিশ্বসেরা একজন স্পিনার। আমি আগেই বলে রেখেছিলাম ম্যাচশেষে তার সঙ্গে কথা বলব। কিভাবে বল ও পরিস্থিতি সামাল দিতে হয়Ñ এ নিয়ে তিনি আমাকে অনেক কিছুই বলেছেন।’ মিরাজের আদর্শ তারকা অশ্বিন। তার কাছ থেকে ভবিষ্যতে ভাল করার জন্য দারুণ কিছু পরামর্শ নিতে পেরেছেন। সেই পরামর্শের বিষয়ে মিরাজ বলেন, ‘তিনি বলেছেন আমাদের সবকিছুই ঠিক আছে। কিন্তু পরিস্থিতি সামাল দেয়াতে হয়ত ঝামেলা রয়েছে। আমাকে বলেছেন দীর্ঘদিন ধরে খেললে সেগুলো কেটে যাবে। তাতেই সফলতা আসবে। পরিশ্রম করতে বলেছেন। তিনি অনেক অভিজ্ঞ। যেহেতু তার স্পিনে অনেক বৈচিত্র্য আছে, তাই তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন কিভাবে কি করতে হয়। আমি তাই শিখেছি। এটা আমাকে সহায়তা করবে।’ শুধু পরামর্শ নিয়ে বসে থাকলে তো চলবে না। সেসব কাজে লাগানর জন্য এখন অনুশীলন করতে হবে সে অনুসারে। এ বিষয়ে মিরাজ বলেন, ‘তিনি বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। আমি এসব বিষয় নিয়ে আমার কোচের সঙ্গে কথা বলব। আমি আজকে সত্যিই আনন্দিত। কারণ তার সঙ্গে কথা বলেছি।’ ব্যাটিংয়ে একেবারেই নিজেকে খুঁজে পাচ্ছিলেন না মিরাজ। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে কাছে পেয়েছেন এবার টেস্ট খেলার সুবাদে। সেটা কাজে লাগিয়ে কথা বলেছেন কোহলির সঙ্গেও। এ বিষয়ে মিরাজ বলেন, ‘আমি কোহলির সঙ্গেও কথা বলেছি। এতদিন তার ম্যাচ টিভিতে দেখেছি। এবার তার সঙ্গে সামনা সামনি। তারা দু’জনেই আমাকে সমর্থন দিয়েছেন।’
×