ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাসমান নিউক্লিয়ার প্লান্ট

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

ভাসমান নিউক্লিয়ার প্লান্ট

দক্ষিণ চীন সাগরে এবার ভাসমান নিউক্লিয়ার প্লান্ট তৈরি করবে। বেজিংয়ের দাবি, উপকূলবর্তী অঞ্চলে বিদ্যুত সেবা দেয়ার জন্য এই নিউক্লিয়ার প্লান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই, দেশের পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে। এই বিষয়ে চলছে গবেষণা। চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কো-অপারেশন অন্তত ২০টি ভাসমান নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তৈরি করবে। সংস্থার প্রাক্তন চেয়ারম্যান সান কিন জানান, ২০১৯-এর মধ্যে কার্যকর হবে এই প্রজেক্ট। এই নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে প্রাকৃতিক দুর্যোগ কোন আঘাত করতে পারবে না। জরুরীকালীন অবস্থায়, সমুদ্রের পানি পাম্প করে তোলাও যাবে ওই স্টেশনের মাধ্যমে। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন। তবে দ্বীপগুলোর ওপর দাবি রয়েছে ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ানের।- ওয়েবসাইট
×