ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রেনে কবুতর

প্রকাশিত: ০৫:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

ট্রেনে কবুতর

লন্ডনে ট্রেনের ভেতরে একটি কবুতরের কা- ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সনি ফেনটন স্কট এ সংক্রান্ত ভিডিওটি সোমবার ফেসবুকে পোস্ট করেন। এতে দেখা যায়, একটি কবুতর যাত্রীদের সঙ্গে ট্রেনে উঠে পড়ে। এ সময় সে কিছুক্ষণ পর ক্যান্ডিবার খাচ্ছে এমন এক নারীর দিকে দৃষ্টি দেয়। পাখিটি ওই নারীর ব্যাগের ওপর গিয়ে পড়ে। এতে বিস্মিত হয়ে পড়ে ট্রেনের বাকি যাত্রীরা। কিন্তু কবুতরটির দৃষ্টি ওই নারীর হাতে থাকা খাবারের দিকে। মনে হচ্ছিল, কবুতরটি যেন খাবার ভিক্ষা চাইছে। কবুতরটির প্রতি লন্ডন ট্রেনের যাত্রীরা খুবই সদয় ছিল। তাকে তাড়িয়ে না দিয়ে ওই নারী তার হাতে থাকা খাবার দিতে যায়। কবুতরটিও তাতে ঠোকর দিতে যায়। আবার ভীরু মনে থেমে যেতে থাকে। শেষে ওই নারী হাত বাড়িয়ে কবুতরটিকে খাওয়ায়। ফেনটন লেখেন, আমি প্রায় প্রতিদিনই পাতাল ট্রেনে চড়ি। কিন্তু কখনও এর আগে এমন অদ্ভুত কা- দেখিনি। বিনা ভাড়ায় কারও এমন ভ্রমণও দেখিনি। -ইউপিআই
×