ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের নবম বিভাগ হচ্ছে ময়নামতি

প্রকাশিত: ০৫:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

দেশের নবম বিভাগ হচ্ছে ময়নামতি

স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি বিভাগ’ হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মুস্তফা কামাল জানান, প্রধানমন্ত্রী বলেছেন, কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। বিভাগের অন্তর্গত অন্য কোন জেলার বাসিন্দারা যাতে নিজেদের বঞ্চিত না ভাবেন, সেজন্য ভবিষ্যতে জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে। ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রী ময়নামতি নামটি চূড়ান্ত করেছেন বলে পরিকল্পনামন্ত্রী জানান। উল্লেখ্য, প্রশাসনিক কাঠামো অনুযায়ী দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে। সূত্র জানায়, ২০১৫ সালের ১২ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ময়মনসিংহকে অষ্টম প্রশাসনিক বিভাগ ঘোষণার সিদ্ধান্ত হয়। এরপরই কুমিল্লা বিভাগ করার বিষয়টি উঠে আসে। ওই বছরের ২৬ জানুয়ারি চট্টগ্রাম বিভাগকে ভেঙ্গে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কি না, এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষা করতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্দেশনা দেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকা বিভাগের চার জেলা ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদন পায়। দেশের নবম বিভাগ হিসেবে ময়নামতি বিভাগ প্রতিষ্ঠার সিদ্ধান্তও নিকারের অনুমোদন পেতে হবে। কোন কোন জেলা আর কত আয়তন নিয়ে নতুন এই বিভাগ হবে, তা চূড়ান্ত হবে তখনই। ময়নামতি নয় কুমিল্লা বিভাগ দাবিতে ফুঁসে উঠছে জনতা ॥ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, প্রস্তাবিত কুমিল্লা বিভাগ-এর নাম পরিবর্তন করে ময়নামতি বিভাগ নামকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে জনতা। মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে প্রধানমন্ত্রীকে উদ্ধৃতি করে পরিকল্পনামন্ত্রী এ সিদ্ধান্তের খবর জানালে জেলার বিভিন্ন শ্রেণীপেশার প্রতিবাদী জনতা বিক্ষোভ প্রদর্শন করে। বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে ও পূবালী চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করে বিভিন্ন সংগঠন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রতিবাদের ঝড় ওঠে। জানা যায়, ২০১৫ সালের ২৫ মে কুমিল্লা টাউন হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ ঘোষণার বিষয়ে আশ্বাস দেন। মঙ্গলবার একনেক সভায় প্রস্তাবিত বিভাগের নাম কুমিল্লা এর পরিবর্তে ময়নামতি নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়। এতে ফুঁসে ওঠে কুমিল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেল ৫টায় নগরীর কুমিল্লা টাউন হলের প্রধান ফটকে ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×