ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পথশিশুদের ফুল বিতরণ

প্রকাশিত: ০৪:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

পথশিশুদের ফুল বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিশ্ব ভালবাসা দিবসে মঙ্গলবার সকালে শতাধিক পথশিশুর মাঝে ফুল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে। জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরে পথশিশুদের মাঝে ফুল ও প্রতিজনকে নগদ এক শ’ টাকা করে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সংস্থার পরিচালক এইচএম জহিরুল হক, টরকী বন্দর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসএম মিজানুর রহমান, জার্মান প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানিম আহম্মেদ, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক তালুকদার, সাংবাদিক এইচএম মিজান, মোল্লা ফারুক হাসান প্রমুখ। চট্টগ্রামে ডিসি হিলে বইমেলা শুরু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ডিসি হিলে মঙ্গলবার শুরু হয়েছে ১০ দিনব্যাপী একুশে বইমেলা। একুশ মেলা উদযাপন পরিষদ চট্টগ্রামের আয়োজনে এ মেলায় অংশ নিচ্ছে চট্টগ্রাম ও ঢাকার ৩০টি প্রকাশনা প্রতিষ্ঠান। বইমেলা উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সভাপতিত্ব করেন মেলা পরিষদের চেয়ারম্যান দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক। কৃষক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ ফেব্রুয়ারি॥ মঙ্গলবার বেলা ১১টায় ধামইরহাটে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চকময়রাম গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোাগে ২০১৬-১৭ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক মো.আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো.জামাল উদ্দিন।
×