ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় লোডশেডিংয়ে সেচ ব্যাহত

প্রকাশিত: ০৪:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

নেত্রকোনায় লোডশেডিংয়ে সেচ ব্যাহত

সঞ্জয় সরকার, নেত্রকোনা থেকে ॥ চাহিদার অনুপাতে সরবরাহ অনেক কম থাকায় জেলার গ্রামগঞ্জে পল্লী বিদ্যুতের মারাত্মক লোডশেডিং চলছে। এ কারণে চলতি মৌসুমের ইরি-বোরো আবাদ ব্যাহত হচ্ছে। সময়মতো সেচ দিতে না পারায় শুকিয়ে ফেটে যাচ্ছে অনেক কৃষকের জমি। স্থানীয় পল্লী বিদ্যুত সমিতি সূত্র জানিয়েছে, জেলার ১০ উপজেলায় বিদ্যুতের দৈনন্দিন চাহিদা ৫২ মেগাওয়াট। কিন্তু উৎপাদন কেন্দ্র থেকে সরবরাহ করা হচ্ছে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ মেগাওয়াট পর্যন্ত। সরবরাহে ঘাটতির কারণে কৃষিনির্ভর এ জেলায় অনেক সময় এক-তৃতীয়াংশ চাহিদাও পূরণ হচ্ছে না। দিন-রাত সব সময়ই লোডশেডিং হচ্ছে। ওই সূত্র আরও জানায়, সারা জেলায় পল্লী বিদ্যুতের আওতায় সাড়ে ৮ হাজার সেচযন্ত্র রয়েছে। কিন্তু বিদ্যুত সঙ্কটের কারণে কোনটিই নিরবচ্ছিন্নভাবে চলতে পারছে না। কোনটি রাতে দু-চার ঘণ্টা চললেও দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে। জমিতে পানি সেচ দেয়ার জন্য কৃষকদের রীতিমতো লাইন ধরতে হচ্ছে। আবার সময়মতো সেচ দিতে না পারায় অনেকের জমি শুকিয়ে চৌচিরও হয়ে যাচ্ছে। সদর উপজেলার ৬নং ফিডারের আওতাভুক্ত সিংহেরবাংলা এলাকার মুক্তিযোদ্ধা বাদল মজুমদার মঙ্গলবার জনকণ্ঠকে জানান, সেচের অভাবে তার প্রায় ছয় একর জমির পুরোটাই শুকিয়ে যাচ্ছে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সেচযন্ত্রের মাধ্যমে সেচ দেয়া সম্ভব হচ্ছে না। এদিকে এলাকায় বিকল্প পানির কোন উৎসও নেই। তিনি জানান, তার মতো এলাকাটির আরও বহু কৃষক সেচ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। সেচের অভাবে কেউ কেউ জমিতে সারও দিতে পারছেন না। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মচারীরা কোন সদুত্তর দিতে পারছেন না। ওদিকে সেচের চাহিদা মেটাতে না পারায় সেচযন্ত্রের মালিকরাও চরম বেকায়দায় আছেন। চরম লোকসানের আশঙ্কা করছেন তারাও। লোডশেডিংয়ের কারণে চলমান এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেত্রকোনা পল্লী বিদ্যুত সমিতির জিএম মজিবুর রহমান বিদ্যুত সঙ্কটের কথা স্বীকার করে বলেন, এ অঞ্চলের বিদ্যুত সরবরাহ হয় ময়মনসিংহের শম্ভুগঞ্জ ও জামালপুরের বিদ্যুত উৎপাদন কেন্দ্র থেকে। কিন্তু কেন্দ্র দুটির জ্বালানি হিসেবে পর্যাপ্ত গ্যাস ও ফার্নেস ওয়েল সরবরাহে ঘাটতির কারণে বিদ্যুত উৎপাদন কম হচ্ছে। আর এ কারণেই চাহিদামতো সরবরাহ পাওয়া যাচ্ছে না। মোহনগঞ্জে বিদ্যুত স্টেশন ঘেরাও নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে জানান, অসহনীয় লোডশেডিং ও ঘন ঘন বিদু্যুত বিভ্রাটের কারণে মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও করে স্থানীয় জনতা। পরে মোহনগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আক্তারুজ্জামান লস্করের মধ্যস্থতায় পিছু হটে জনতা। আক্তারুজ্জামান লস্কর বলেন, এখানে যোগানের চেয়ে চাহিদা বেশি, তাই বিদ্যুত ঘাতটি দূর করা যাচ্ছে না।
×