ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক যুগ ধরে আটক ৮ বন্দীকে কেন জামিন দেয়া হবে না

প্রকাশিত: ০৪:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

এক যুগ ধরে আটক ৮ বন্দীকে কেন জামিন দেয়া হবে না

স্টাফ রিপোর্টার ॥ বিচারের দীর্ঘসূত্রতার কারণে দশ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক ৮ বন্দীকে কেন জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক আদালতের নথিও তলব করেছে হাইকোর্ট। অন্যদিকে আদালতের আদেশ অমান্য করায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছে হাইকোর্ট। আগামী ২২ তারিখ তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেয়। এক যুগ ধরে কারাগারে আটক ৮ বন্দীকে কেন জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে মঙ্গলবার এ রুল জারি করে। এই ৮ বন্দীর বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রীমকোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। তিনি সাংবাদিকদের বলেন, কারা কর্তৃপক্ষকে হাইকোর্ট কারাবন্দীদের হাজির করার নির্দেশ দিয়েছে। তবে হাজির করার তারিখ জানা যায়নি। ৮ জনের মধ্যে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার দক্ষিণ পাউসার গ্রামের বশির উদ্দিনের ছেলে হত্যা মামলার আসামি মো. জালাল ১৪ বছর ধরে কারাবন্দী। মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে তার মামলাটি বিচারাধীন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছৈনপাড়ার জাহেদ আলীর ছেলে সাজু মিয়া ১০ বছর ধরে কারাবন্দী। সাজু মিয়ার বিরুদ্ধে হত্যা মামলাটি নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার পশ্চিম টেংগুরী গ্রামের নেকবর আলীর ছেলে হত্যা মামলার আসামি মো. তকদীর মিয়া ১০ বছর ধরে ধরে কারাবন্দী। কিশোরগঞ্জের অতিরিক্তি দায়রা জজ (তৃতীয় আদালত) আদালতে এ মামলা বিচারাধীন। বাগেরহাটের মহেন্দ্র নাথ হালদারের ছেলে হত্যা মামলার আসামি অসীম হালদারও কারাবন্দী ১০ বছর ধরে। মামলাটি বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতে (প্রথম আদালত) বিচারাধীন। সাতক্ষীরার তালা উপজেলার দোহার গ্রামের ছিফাত উল্লাহ সরদারের ছেলে আসাদুল ওরফে আছা ১০ বছর ধরে কারাবন্দী। সাতক্ষীরার জেলা ও দায়রা জেলা জজ আদালতে তার বিরুদ্ধে হত্যা মামলাটি বিচারাধীন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাংয়ের মৃত লাল মিয়ার ছেলে মো. দানা মিয়া হত্যা মামলার আসামি। তিনি ১০ বছর ধরে সিলেটের কারাগারে কারাবন্দী। সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে (তৃতীয় আদালত) মামলাটি বিচারাধীন। সিলেটের গোপালগঞ্জ উপজেলার বাদে পাশা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সাইফুল আলম বেলাল ১০ বছর ৫ মাস ধরে কারাবন্দী। তার বিরুদ্ধে হত্যাসহ আরও দুটি ফৌজদারি মামলা রয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে (চতুর্থ আদালত) মামলা বিচারাধীন। ব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে সাব্বির আহমেদ দুলাল ১০ বছর ৭ মাস ধরে সিলেটের কারাগারে কারাবন্দি। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের মামলাটি সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (পঞ্চম আদালত) এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। ডিসিকে তলব ॥ আদালতের আদেশ অমান্য করায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছে হাইকোর্ট। আগামী ২২ তারিখ তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার পরিবেশবাদী সংগঠন বেলার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। সোনারগাঁয়ের অর্থনৈতিক জোনে মাটি ভরাট বন্ধে আদালতের দেয়া নির্দেশ যথাযথভাবে পালন না করায় তাকে তলব করে হাইকোর্ট। আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট সৈয়দ আহমেদ কবীর। আদেশের পর আইনজীবী সাংবাদিকদের জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নারাণগঞ্জের সোনারগাঁয়ে অর্থনৈতিক অঞ্চলে (ইকোনমিক জোন) মাটি ভরাট কার্যক্রম অব্যাহত রাখায় জেলা প্রশাসককে ডিসিকে তলব করেছে আদালত এবং তাকে আগামী ২২ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ২০১৪ সালে সোনারগাঁ উপজেলার ৬টি মৌজায় কৃষি জমি ও মেঘনা নদীর তীর ভরাট করে সোনারগাঁ রিসোর্ট সিটি নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছিল। ওই বছরের ২ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রকল্প বাস্তবায়নের ওপর নিষেধাজ্ঞা দেন।
×