ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমিউনিটি ক্লিনিক বিএনপি জামায়াত গোয়াল ঘরে পরিণত করেছিল ॥ নূর

প্রকাশিত: ০৪:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

কমিউনিটি ক্লিনিক বিএনপি জামায়াত গোয়াল ঘরে পরিণত করেছিল ॥ নূর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য সেবাসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটছে।’ তিনি বলেন, স্বাস্থ্য সেবায় গ্রামে গ্রামে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক গড়ে তুলেছিল, কিন্তু ২০০১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি ও জামায়াত চারদলীয় জোট সরকার সকল কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে গোয়াল ঘরে পরিণত করে। ফলে গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হয়। আজ সেই সকল কমিউনিটি ক্লিনিককে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধার করে পুনরায় চালুর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষজনের স্বাস্থ্য সেবা পুনরায় নিশ্চিত করছে। মঙ্গলবার দুপুরে জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের দোলুয়া দোগাছি নামকস্থানে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ১৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত আব্দুস সাত্তার কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে মন্ত্রী এ সব কথা বলেন। জয়পুরহাটে পুকুওে মাছ ধরতে গিয়ে বিদ্যুত পৃৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৪ ফেব্রুয়ারি ॥ কালাই উপজেলার শান্তিনগর এলাকার একটি পুকুরে মরা মাছ ধরতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলো- একই উপজেলার মাস্তর গ্রামের আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩) ও জগডম্বুর গ্রামের জহুরুল হকের ছেলে শাকিব হোসেন (১৩)। মৃত শাকিব শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেুণীর ছাত্র। সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল ও স্থানীয় পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, শান্তিনগর এলাকার একটি পুকুরে কেউ যাতে মাছ চুরি করতে না পারে সে জন্য পুকুরের ইজারদার একই এলাকার শাহীন ম-ল পুকুরের চতুর্দিকে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখে। মঙ্গলবার সকালে ওই পুকুরে কয়েকটি মৃত মাছ ভেসে উঠলে জাহাঙ্গীর ও শাকিব পুকুরে মাছ ধরতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ বিষয়ে কালাই থানায় নিহত শাকিবের চাচা খোকন ম-ল বাদী হয়ে পুকুরের মালিক শাহিন ম-লকে প্রধান করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ স্বপন নামে একজনকে গ্রেফতার করেছে। ধূমপান করায় জরিমানা ॥ ব্যবসায়ীদেও ধর্মঘট স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়া উপজেলা বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২ পর্যন্ত এ ধর্মঘট চলে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চায়ের দোকানে বসে ধূমপানরত একজনকে জরিমানা ও দোকান থেকে সিগারেট-বিড়ি নামিয়ে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করেন। উপজেলা গেটের সামনের চায়ের দোকানি ওবাইদুর রহমান জানান, বেলা ১১টার দিকে তার দোকানে বসে একজন বয়স্ক ব্যক্তি ধূমপান করছিলেন। ওই সময় ইউএনও এসে তাকে ধূমপান করার জন্য তিরস্কার করেন। বয়স্ক ব্যক্তি তখন কানে ধরে ক্ষমা চান। কিন্তু তারপরও তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ওবাইদুর পরিশোধ করে দেন। এরপর তার দোকানে থাকা সব বিড়ি-সিগারেট নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়ার নির্দেশ দেন। বিষয়টি বাজারের অন্য ব্যবসায়ীরা জানতে পেরে ১২টার দিকে তারা দলবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। আগুনে ৩ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে অগ্নিকা-ে তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে বাড়ির মালিক চিত্র রঞ্জন পাল। জানা যায়, সোমবার রাতে শেখর নগর ইউনিয়নের পালপাড়া গ্রামের চিত্র রঞ্জন পালের মাটির জিনিসপত্র পোড়ানোর চুলা থেকে আগুন লাগে।
×