ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কীটনাশকযুক্ত মশারি বিতরণ

প্রকাশিত: ০৪:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

কীটনাশকযুক্ত মশারি বিতরণ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৪ ফেব্রুয়ারি ॥ জেলার দুর্গাপুর স্বাস্থ্য অধিদফতরের সরবরাহকৃত কীটনাশকযুক্ত মশারি ফারংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আনোয়ারুল আমিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পিআরডিএসর প্রজেক্ট ম্যানেজার রঞ্জিত কুমার রায়, উপজেলা ব্যবস্থাপক কামরুজ্জামান, ব্র্যাক প্রতিনিধি কিউসিএ আব্দুর রউফ প্রমুখ। মাদক ছাড়ার অঙ্গীকার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘদিন থেকে এলাকার চিহ্নিত মাদক সম্রাট আফজাল হাওলাদার (৩৫) মাদক বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করায় তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন থানার ওসি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে জেলার উজিরপুর মডেল থানায়। জানা গেছে, উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদি গ্রামের মানিক হাওলাদারের ছেলে আফজাল দীর্ঘদিন থেকে এলাকায় মাদকের রমরমা বিক্রি করে আসছিল। পুলিশের অভিযানে সে একাধিকবার গ্রেফতারও হয়। মঙ্গলবার সকালে আফজাল নিজ উদ্যোগে উজিরপুর মডেল থানায় হাজির হয়ে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে।
×