ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে টানা ছয় দিন সূচক বাড়ল

প্রকাশিত: ০৪:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজারে টানা ছয় দিন সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ছয় কার্যদিবস পুঁজিবাজারে সূচক বাড়ল। মঙ্গলবার লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রবণতা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে এক হাজার ১৭৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮০ কোটি ৭৮ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে এক হাজার ৯৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৮ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৪ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
×