ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোশি কুনিও হত্যা মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

হোশি কুনিও হত্যা মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৪ ফেব্রুয়ারি ॥ রংপুরে জাপানী নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় আসামিপক্ষের একজনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে মঙ্গলবার দুপুরে আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ ম-ল সাফাই সাক্ষ্য দেন। এ মামলায় বাদীপক্ষে ৫৫ জন সাক্ষী এবং আসামিপক্ষে একজন সাফাই সাক্ষীর সাক্ষ্য দেয়ার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ফলে চলতি মাসেই এ মামলার রায় দেয়া হবে বলে জানা গেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি মামলায় যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য করেছে আদালত। সরকারপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, মঙ্গলবার আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে আব্দুল মজিদ মণ্ডল আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য করেছে আদালত। ওই দিনই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন বিচারক।
×